মালয়েশিয়ায় বিজেপির ভাইস চেয়ারম্যানকে ফুলেল সংবর্ধনা

বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভাইস চেয়ারম্যান ফয়সাল তাহের সুমনের মালয়েশিয়া শুভাগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি মালয়েশিয়া শাখা।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুর আমপাং জি টাওয়ারে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বিজেপির কেন্দ্রীয় প্রবাসী বিষয়ক সম্পাদক ও মালয়েশিয়া বিজেপির সভাপতি ইঞ্জিনিয়ার সুমন আহমেদের সভাপতিত্বে মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থী তিলোত্তমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির ভাইস চেয়ারম্যান ফয়সাল তাহের সুমন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া ব্যবসায়ী পাশা খান।
এই সময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া শাখা বিজেপির সহসভাপতি মোঃ দেলোয়ার হোসাইন,মো: আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম ,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহমালয়েশিয়া শাখা বিজেপির সদস্যবৃন্দ।
এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আন্দালিব রহমান পার্থর দলকে সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে ফয়সাল তাহের সুমনকে ফুল দিয়ে বরণ করেন নেন মালয়েশিয়া শাখা বিজেপির সদস্যবৃন্দ।