লকডাউনের মধ্যেও কারা আসতে পারবেন মালয়েশিয়ায় (ভিডিও)
![](https://malaysia.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/06/25/klcc.jpg?itok=5s-lTZis×tamp=1593080718)
বিশ্বজুড়ে মহামারি আকার ধারন করা করোনা ভাইরাস মোকাবেলায় টানা লকডাউন চলছে মালয়েশিয়ায়। ১০ই জুন থেকে লকডাউন কিছুটা শিথিল হলেও বন্ধ রাখা হয়েছে সীমান্ত। ফলে চালু হয়নি আন্তর্জাতিক ফ্লাইট। টানা এই লকডাউনে ছুটিতে দেশে গিয়ে আটকে পড়েছেন কয়েক হাজার বাংলাদেশী। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে আটকে পড়া অভিবাসিদের ফিরে আসার সুযোগ দিচ্ছে মালয়েশিয়া সরকার।
এরই অংশ হিসাবে বুধবার রাতে ঢাকাস্থ মালয়েশিয়া হাইকমিশন কারা এই লকডাউনের মধ্যেও আসতে পারবেন এবং কি প্রক্রিয়ায় আসতে পারবেন তার বিস্তারিত বর্ণনা দিয়ে একটি বিজ্ঞপ্তী প্রকাশ করেন। হাইকমিশনের ফেইসবুকে পেইজে দেয়া এই বিবরনী'তে দেয়া হয়েছে কারা এই মুহুর্তে মালয়েশিয়ায় আসতে পারবেন আর কারা পারবেন না। বিস্তারিত দেখুন ইউটিউবে।