মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা শিথিল করা হোক
উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় সর্বাধিক অবস্থানে রয়েছে দক্ষিন এশিয়ার দেশ মালয়েশিয়া। দেশটির আবহাওয়া,সংস্কৃতি ও খাদ্য দ্রব্যের সাথে অনেকাংশেই মিল রয়েছে বাংলাদেশের। সম্ভাবনা রয়েছে শিক্ষা শেষে কর্মসংস্থানের। উন্নত শিক্ষাব্যবস্থার বদৌলতে মালয়েশিয়া এর বিভিন্ন বিশ্ববিদ্যালয় আজ বিশ্বসেরা। আর এসব বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পেরে অনেক বাংলাদেশী শিক্ষার্থী গর্বিত।
কিন্তু করোনা মহামারীর কারনে দীর্ঘদিনের চলমান নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে বাংলাদেশী অনেক শিক্ষার্থী বিশেষ করে গবেষনা সংশ্লিষ্ট মাস্টার্স, পিএইচডি এর শিক্ষার্থীরা চরম হতাশাগ্রস্থ । স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অধিকাংশ শিক্ষার্থী বিভিন্ন দেশ অথবা সংস্থা কর্তৃক বৃত্তিপ্রাপ্ত। কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে না পারায় অধিকাংশ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রতি সেমিস্টারে বিপুল অংকের সেমিস্টার ফি প্রদান করতে হচ্ছে নিজেদের পকেট থেকে যা চরম কস্টসাধ্য।যদিও মহামারী করোনাকালীন সময়ে মালয়েশিয়া এর বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষতির কথা বিবেচনা করে অনলাইন ব্যবস্থাপনায় ক্লাশ পরীক্ষা চালিয়ে নেয়ার মহতী উদ্যোগ গ্রহন করেছেন যা প্রশংসার দাবীদার।
কিন্তু চলমান অনলাইন শিক্ষাব্যবস্থা স্নাতক শিক্ষার্থীদের জন্য কিছুটা ফলপ্রসু হলেও গবেষনা সংশ্লিষ্ট স্নাকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একেবারেই অপ্রতুল। আর বিজ্ঞান ভিত্তিক গবেষনাতো অসম্ভব। বিজ্ঞান ভিত্তিক গবেষনার সাথে ল্যাবরেটরী ওয়ার্ক ওতপ্রোতভাবে জড়িত। উল্লেখ্য যে, চলমান মহামারী শুধু মালয়েশিয়া কিংবা বাংলাদেশের জন্য নয় সারা দুনিয়াবাসীর জন্য এক চরম সংকটের । তবুও চলমান পরিস্থিতিতে জীবন বাঁচাতে এবং অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রাখতে সঠিক পরিকল্পনার কোন বিকল্প নাই।
বাংলাদেশ সরকার বিভিন্ন দেশের চাহিদার কথা বিবেচনা করে বিদেশে কর্মরত কর্মী এবং শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভেকসিন প্রদানের এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছেন। সরকারের চলমান এ সুবিধা গ্রহন করে আমেরিকাসহ অনেক উন্নত দেশে বাংলাদেশী কর্মী এবং শিক্ষার্থীরা প্রবেশের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং শিক্ষার আশ্রয়স্থল হিসেবে বাংলাদেশী কর্মী ও শিক্ষার্থীদের মালয়েশিয়া প্রবেশে মালয়েশিয়ান সরকারের সহানুভ’তিশীল দৃষ্টিভঙ্গি কামনা করছি।
যেহেতু মালয়েশিয়ান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় সেদেশে অবস্থানরত বিদেশী নাগরিকগন ইতোমধ্যে করোনা ভেকসিন গ্রহন করতে সক্ষম হয়েছেন এবং সরকার ইতোমধ্যে ভেকসিন গ্রহনকারীদের জন্য চলাচলের নিষেধাজ্ঞার ক্ষেত্রে শিথিলতা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেছেন সেহেতু প্রয়োজনে ভেকসিন গ্রহনের শর্তারোপের মাধ্যমে হলেও মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা শিথিলকরনের জোড় দাবী বাংলাদেশী শিক্ষার্থীদের। এ বিষয়ে মালয়েশিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, মালয়েশিয়াতে কর্মরত বাংলাদেশী সাংবাদিকসহ দেশটিতে বসবাসরত প্রভাবশালী বাংলাদেশীদের কার্যকরী পদক্ষেপ গ্রহন একান্তভাবে কাম্য।
লেখক : কৃষিবিদ হাচিব মোহাম্মদ তুষার, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া।