করোনায় ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৬০ : মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তর

মালয়েশিয়ায় নতুন আজ ৬৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা এখন ১৬ হাজার ৮৮০ জন এবং দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৬৩ জন।
নতুন করে সুস্থ্য হয়েছেন ৩৫০ জন। এই পর্যন্ত সর্বমোট সুস্থ্য হয়েছেন ১১ হাজার ৩৭২ জন। আক্রান্তদের মধ্যে ২ জন বাইরে থেকে আসা বাকি ৬৫৮ জন মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের।
আজ মঙ্গলবার ( ১৩ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬০ মধ্যে ৪৪৩ জন সাবাহ প্রদেশের, কেদাহ রাজ্যের ৬০ জন, পেনাং ২৩ জন ,জোহর বারুতে ১০ জন। অন্যদিকে সেলাঙ্গরে ৭৬ জন, লাবুয়ানে ১৯ জন, কুয়ালালামপুরে ১০ জন, পেরাকে ১৬ জন, নেগারি সেম্বিলানে ২ জন , পাহাং ১ জন আক্রান্তের খবর পাওয়া গেছে ।
এদিকে করোনার ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় মালয়েশিয়ার কয়েকটি রাজ্যে ফের মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) ঘোষণা করেছে দেশটির সরকার।
গত সোমবার দেশটির সিনিয়র মন্ত্রী দাতো সেরী ইসমাইল সাবরি ইয়াকুব এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।আগামী ১৪ অক্টোবর থেকে দুই সপ্তাহের জন্য এই লকডাউন ঘোষণা করা হয়েছে।
যেসব রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে, রাজধানীর কুয়ালামাপুর, পুত্রাজায়া, কেএল ও সাবাহ। এতোদিন শুধু দেশটির সাবাহ, পোর্ট ক্লাং ও কেদাহ রাজ্যে লকডাউন করা হয়েছিল।