জরুরি অবস্থা জারি করার ব্যাপারে নাকচ করে দিলেন মালয়েশিয়ার রাজা

দেশে জরুরি অবস্থা জারি করবেন না বলে জানিয়ে দিয়েছেন মালয়েশিয়ার রাজা আল-সুলতান আব্দুল্লাহ।তিনি বলেন, এই মুহূর্তে মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি করার কোনো প্রয়োজন নেই।
রোববার (২৫ অক্টোবর) রাজ প্রাসাদ থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন দেশে জরুরি অবস্থা জারির প্রস্তাব দেন।
রাজ প্রাসাদের বিবৃতিতে বলা হয়, রাজার মতামত এই মুহুর্তে দেশে কোনো বিশেষ এলাকা বা পুরো দেশে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই। মহামান্য আস্থাবান যে, করোনা মহামারীর বিস্তার রোধে নীতি ও কার্যক্রম বাস্তবায়নের সামর্থ্য প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের রয়েছে। সুলতান আবদুল্লাহ আরও বলেছেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।
দেশে কোভিড-১৯ ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়েছেন। মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, একমাত্র রাজাই দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। মালয়েশিয়ার ৯টি প্রদেশের শাসকদের নিয়ে গঠিত দ্য কাউন্সিল অব রুলার্স দেশের যেকোনো আইনের অনুমোদন স্থগিত করতে পারে। এমনকি জাতীয় নীতি নিয়ে প্রশ্ন করার এখতিয়ারও এই কাউন্সিলের রয়েছে।