মালয়েশিয়ায় বৈধ-অবৈধ সকল অভিবাসীদের ফ্রি টিকা প্রদানের ঘোষণা

মালয়েশিয়ায় বসবাসরত বৈধ ও অবৈধ সকল অভিবাসী কর্মীদের বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ ছাড়া ডিটেনশন ক্যাম্পও টিকার আওতায় আনা হচ্ছে।
মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডা. আদম বাবা স্থানীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেছেন, সরকার কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। ইতোমধ্যে পেনাং প্রদেশে ১০০টি ক্লিনিক প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়া মন্ত্রিপরিষদের এক বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈধ বিদেশি অবিবাসীদের পাশাপাশি অবৈধদেরও টিকা দেওয়া হবে।
মালয়েশিয়া সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। সংশ্লিষ্টরা বলছেন, সব বিদেশিদের করোনা ভাইরাসের টিকা না দিলে করেনা মহামারি দমন করা সম্ভব হবে না।
মালয়েশিয়া সরকার ইতোমধ্যে ফাইজারের টিকার জন্য চুক্তি করেছে। আশা করা যাচ্ছে চলতি মাসের শেষ সপ্তাহে এই টিকার প্রথম চালান তাদের হাতে পৌঁছাবে। তারপর গণটিকাদান কার্যক্রম শুরু করবে তারা।
মালয়েশিয়ায় করোনা মোকাবিলায় চলছে জরুরি অবস্থা ও লকডাউন। দেশটিতে বৈধ ও অবৈধ মিলিয়ে ধারণা করা হয় প্রায় ১০ লাখেরও বেশি বাংলাদেশি রয়েছেন। এই মহামারির কারণে দেশে যারা ছুটিতে আছেন তারা মালয়েশিয়ায় ফিরতে পারছেন না এবং যারা মালয়েশিয়ায় আছেন তারাও ছুটিতে দেশে যেতে পারছেন না। বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান চলমান থাকলেও মালয়েশিয়ায় এখনও শুরু হয়নি।