রাজাকে জরুরি অবস্থা জারির অনুরোধ মালয়েশিয়া প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন।ফাইল ছবি
মালয়েশিয়ার জরুরি অবস্থা জারি করতে রাজাকে অনুরোধ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন।
শুক্রবার তিনি এ অনুরোধ জানান। দেশটির সরকারি সংবাদমাধ্যম বারনামা মালয়েশিয়ার রাজা আল-সুলতান আব্দুল্লাহর সঙ্গে মুহিদ্দিনের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রস্তাবিত জরুরি অবস্থার আওতায় পার্লামেন্ট স্থগিতের বিষয়টিও অন্তর্ভূক্ত রাখা হয়েছে। আগামী মাসে (নভেম্বর) পার্লামেন্টের অধিবেশন শুরুর কথা।
এর আগে বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম পাল্টামেন্ট ভেঙ্গে দেয়ার জন্য রাজার সঙ্গে দেখা করেছিলেন। গত মাসে তিনি দাবি করেছিলেন, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ এমপি তার পক্ষে রয়েছেন। মুহিদ্দিনের উচিত পদত্যাগ করা।