পুরস্কার হিসেবে আর মন্ত্রী নয়: প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার নতুন মন্ত্রিসভার আকার অপেক্ষাকৃত ছোট করার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
রোববার (২৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে নিজের এ-সংক্রান্ত আগের ঘোষণার পুনরাবৃত্তি করেন তিনি। আনোয়ার বলেন, পুরস্কার হিসেবে আর কাউকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হবে না।
এ ধরনের অযৌক্তিক পদ্ধতি থেকে তার সরকার সরে আসবে। আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমি চাই তারা আমার নীতি, সুশাসন ও দুর্নীতিবিরোধী অভিযানের প্রতি অঙ্গীকার এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য দেয়া প্রতিশ্রুতির ভিত্তিতে আমাকে সমর্থন করুক।’
প্রবীণ এই রাজনীতিক বলেন, ‘অবশ্যই আমরা একটি বা দুটো ক্ষেত্রে বিবেচনা করতে পারি যেখানে এটি একেবারে প্রয়োজনীয়। তবে এটিকে রাজনৈতিক সমর্থনের পুরস্কার হিসেবে দেখা উচিত নয়।’ নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার বিষয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই নাম ঘোষণা করা হবে। বিষয়টি নিয়ে বর্তমানে ক্ষমতাসীন পাকাতান হারাপান জোটের শরিকদের সাথে আলোচনা চলছে।
আনোয়ার ইব্রাহিমের নিজ দল পিপলস জাস্টিস পার্টি (পিকেআর), ডিএপি, আমানাহ এবং ইউনাইটেড প্রগ্রেসিভ কিনাবালু অর্গানাইজেশনের (ইউপিকেও) মতো দলগুলো এ আলোচনায় অংশ নিচ্ছে।
এর আগে ২৫ নভেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম কর্মদিবসেই মন্ত্রিসভার আকার কমানোর ঘোষণা দেন আনোয়ার ইব্রাহিম। একই সাথে মন্ত্রীদের বেতন কমানোর ব্যাপারেও নিজের আগ্রহের কথা জানান তিনি।
সূত্রঃ মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার।