গোলাগুলিতে মালয়েশিয়ার বিমান বাহিনীর চার সদস্য নিহত
মালয়েশিয়ার রাজকীয় বিমান বাহিনীর (আরএমএএফ) একটি ঘাঁটিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চার সদস্যের প্রাণহানি হয়েছে। শুক্রবার (১৩ অগাস্ট ) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে মালয়েশিয়ার সারওয়াক প্রদেশের সামারাহান কোটা ক্যাম্পে এই ঘটনা ঘটে। এতে বিমান বাহিনীর এক সদস্য গুলি চালিয়ে তিন জনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে।
মালয়েশিয়ার শীর্ষ স্থানীয় ইংরেজী দৈনিক নিউ স্ট্রেইটস টাইমস বরাত দিয়ে দেশটির সারাওয়াক পুলিশের কমিশনার দাতুক আইদি ইসমাইল জানান, আরএমএএফের একটি শিবিরে সৈন্যদের বসবাসের স্থানে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহতরা শিবিরে সৈন্যদের বসবাসের স্থানে দায়িত্বরত ছিলেন। কেন এই গোলাগুলির ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত অব্যাহত আছে।
দৈনিক নিউ স্ট্রেইটস টাইমস জানা যায়, নিহত বিমানবাহিনীর কর্মীরা সেখানে করোনাভাইরাস কোয়ারেন্টাইন পালন করছিলেন। সেখানে এক সদস্য একটি নিরাপত্তা চৌকি থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার পর গুলি চালায়। ফলে তাদের প্রাণহানি ঘটে।
সহকর্মীদের হত্যার পর ওই বন্দুকধারীও গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। কর্তৃপক্ষ এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে। কেনো তিনি গুলে চালালেন তা এখনো পরিষ্কার নয়। গোলাগুলির সময় সব কর্মকর্তাই দায়িত্বরত ছিলেন।