করোনায় জহুরবারুর ব্যবসায়ীর মৃত্যুতে কমিউনিটির শোক
করোনা আক্রান্ত হয়ে মালয়েশিয়া জহুর কমিউনিটির প্রিয় মুখ বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন মারা গেছেন।
স্থানীয় সময় রোববার (২৪ জুলাই) ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুহুল আমিনের মৃত্যুতে মালয়েশিয়া জহুর কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি মালয়েশিয়া জহুর কমিউনিটির প্রিয় মুখ ছিলেন। সেই সাথে তিনি মালয়েশিয়া জহুর কমিউনিটির সিনিয়র সদস্য। জীবদ্দশায় তিনি সবসময় অসহায় মানুষের কল্যানে কাজ করে গেছেন। ভাগ্যের অন্নেষনে তিনি মালয়েশিয়া ১৯৯৪ সালে আসেন। প্রবাসে তার মেধা বুদ্ধি কাজে লাগিয়ে ব্যবসায় সফলতা অর্জন করেন। মৃত্যুকালে রুহুল আমিন দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে জহুর কমিউনিটির সভাপতি মো. আহমদ আলী, সাধারণ সম্পাদক এমজে আলমসহ তার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রুহুল আমিন কুমিল্লার বুড়িচং থানার ময়নামতি ইউনিয়নের নারায়ণসার কবিরাজ বাড়ির মোহাম্মদ ফজলুল হকের বড় ছেলে।