মালয়েশিয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘সিরাহ কনফারেন্স২০২২’ অনুষ্ঠিত
মালয়েশিয়ার জোহর প্রদেশে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবি উপলক্ষে 'সিরা কনফারেন্স ২০২২' এ প্রিয় নবীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেছেন, জনপ্রিয় ইসলামি বক্তা শায়েখ আহমাদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারী।
রবিবার (০৯ অক্টোবর) জোহর বাংলাদেশ কমিউনিটি আয়োজিত অস্টিন হোটেলের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জোহর মজলিস আগামা ইসলামের সাবেক চেয়ারম্যান দাতু হাজী ডক্টর নোহ বিন গাতুত। দুপুর ৩ টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলে সন্ধা ৭ টা পর্যন্ত। এসময় জোহর প্রদেশ ও আশপাশের অঞ্চল থেকে বিপুল পরিমান প্রবাসী বাংলাদেশী অংশ নেয়।
বক্তব্য শেষে দর্শকদের বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন, শায়েখ আহমাদুল্লাহ। এসময় জোহর বাংলাদেশ কমিউনিটি'র পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সুন্দর ও সফল করার জন্য জোহর প্রদেশের প্রবাসীদের ধন্যবাদ জানান বাংলাদেশি কমিউনিটি অব জোহুর নেতৃবৃন্দ।