জোহর প্রদেশ বিএনপির উদ্যোগে কোকোর ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া
মালয়েশিয়ার জোহর প্রদেশ বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কোরান খতমের আয়োজন করা হয়।
সোমবার (২৫ জানুয়ারি) বাদ মাগরিব জোহর প্রদেশের স্থানীয় একটি মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
জোহর প্রদেশ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: জয়নাল আবেদীনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মালয়েশিয়া বিএনপি সহসভাপতি এম জে আলম।
আরো উপস্থিত ছিলেন জোহর প্রদেশ বিএনপির সহসভাপতি মোস্তফা হোসেন ,এমডি বাবলু ,মনির হোসেন ,সাধারণ সম্পাদক এম এ মান্নান ,সাংগঠনিক সম্পাদক জিল্লাল হোসেন ,অর্থ সম্পাদক দেলোয়ার হোসেনসহ জোহর প্রদেশ বিএনপির নেতৃবৃন্দ।
সবশেষে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।