মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে মালয়েশিয়ায় দোয়া

ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়া শাখা জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় কুয়ালালামপুরে এক কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
মালয়েশিয়া যুবদলের যুগ্নসাধারণ সম্পাদক মোঃ রমজান আলীর সভাপতিত্বে সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুল হোসেন শান্তর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
এই সময় দোয়া মাহফিলে অংশ নেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, প্রচার সম্পাদক এসএম বশির আলম,যুবনেতা জসিম উদ্দিন, জাসাসের মাসুম প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “এ মর্মান্তিক দুর্ঘটনায় গোটা জাতির মতো আমরা প্রবাসীরাও গভীরভাবে শোকাহত। এ ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনা করছি।”
মাহফিলে আরও উপস্থিত ছিলেন এম এ কালাম, রফিক সরকার, শাহীন আলম, মারুফ এলাহী, কিবরিয়া ও স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
শেষে দোয়া ও মোনাজাতে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়।