মালয়েশিয়ায় বিএসওমের উদ্যেগে বাংলাদেশি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

মালয়েশিয়ায় অধ্যায়ন করতে আসা ২০২৩-২৪ সালের বাংলাদেশী শিক্ষার্থীদের নিয়ে নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) কুয়ালালামপুরের জি টাওয়ারে হলরুমে'র এ আয়োজন করে বাংলাদেশ স্টুডেন্ট ওর্গানাইজেশন,মালয়েশিয়া বিএসওএম।
বিএসওএম এর সভাপতি শাহ আহমেদ রেজার সভাপতিত্বে এবং ভিপি এসএম আশিবুর হাসনাত সাদী ও ট্রেজারি সেক্রেটারি রসনী উমাইয়া সারার পরিচালনায় নবীন বরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর কনস্যুলার জিএম রাসেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে জিএম রাসেল রানা বলেন, প্রবাসে শিক্ষার্থীরা যেন অভিভাবকহীন না মনে করে সে লক্ষ্যে বিএসওএমকে সর্বাত্মক কাজ করতে হবে।বিশেষ করে কোন ক্ষেত্রে প্রবাসী শিক্ষার্থীরা যেন কমিউনিকেশন গ্যাপের শিকার না হয় সে দিকটা নিশ্চিত করা বিএসওএম এর দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএসওএম এর প্রতিষ্ঠাকালীন সদস্য উপদেষ্টা সৈয়দ মোঃ মিনহাজ।তিনি বলেন, বিএসওএম এমন একটা জায়গা যেখানে শিক্ষার্থীরা তাদের লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে।তিনি আরো বলেন বিএসওএম তার ১০ বছরে পদার্পণ করেছে এবং নতুন কমিটি বিএসওএম'কে আরো এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি মোঃ আল আমিন সরকার ও ইব্রাহিম হক চৌধুরী এবং সাবেক সেক্রেটারি বাঁশির ইবনে জাফর। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় দায়িত্বে ছিলেন যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ রিয়াদ হোসাইন,ইজাজুল হাসান, আসাদুল্লাহ আল গালিব রাব্বি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শাফি, প্রকাশ ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিক,সাংস্কৃিতিক সম্পাদক মোঃ আসিফ রহমান ভূঁইয়ান।
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন, প্লাটিনাম স্পন্সর ডিরেক্টরেট আরোরা গ্লোবাল এসডি এন বিএইচডি, গোল্ডেন স্পন্সর ফরচুনাক্সিস অটো ওয়ার্কস ম্যানেজিং ডিরেক্টর তারিকুল আলম চৌধুরী, ডাবলু ডাবলু ও গ্লোবাল মালয়েশিয়া এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ রমজান, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া'র সভাপতি মোস্তফা ইমরান রাজু, এনজে ওয়ার্ল্ড ট্যুর এন্ড ট্রাভেলস জাহিদুল ইসলাম, মাই বেস্ট টুরস এন্ড ট্রাভেল চেয়ারম্যান শেখ জহির, ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট মোঃ মিনাজ, উই কান্ট্রি হেড রাকিবা রিয়াজ টিনা এবং মোঃ শাহাবুদ্দিন।

অনুষ্ঠানে আমন্ত্রিত মালয়েশিয়ার স্বনামধন্য ১৮ টি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন বর্তমান এবং সাবেক কমিটির নেতৃবৃন্দ।

এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রীত অতিথিরা।