ডাক নাম আশফাকুল ইসলাম সোহেল।সিনেমার নাম ব্রাউন সোহেল।তিনি মালয়েশিয়া একজন প্রবাসী।দীর্ধদিন যাবৎ তিনি মালয়েশিয়া বিয়েসাধী করে বসবাস করে আসছেন।মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটিতে তার ব্যাপক সুনাম রয়েছে। সুঠাম দেহের এই তরুণকে বাংলাদেশের চলচ্চিত্রের পরিচালকরা মালায়শিয়া ছবির শুট করতে এসে খল নায়ক চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন।অভিনয়ে প্রস্তাবে রাজি হয়ে যান তিনি।খল নায়ক চরিত্রে এই পর্যন্ত তিনটি বিগ বাজেটের ছবিতে অভিনয় করেন।তার অভিনয় প্রশংসায় প্রবাসীরা তাকে প্রবাসের ডন বলে ডাকেন। বাস্তবিক পক্ষে তিনি একজন উদার মনের মানুষ। শিল্প সস্কৃতিকে তিনি খুব ভালো বসেন। আরো ভালো ভালো কাজ প্রবাসীদেরকে উপহার দিবেন বলে জানান তিনি।তার উল্লেখ যোগ্য কয়েকটি ছবি প্রেম করবো তোমার সাথে, পরিচালক রফিকুল আলম রকিব ,ফাঁদ পরিচালক শফিউল আলম সাফি ,লাভ ইন মালয়েশিয়া ,পরিচালক মনতাজুর রহমান আকবর। তবে লাভ ইন মালয়েশিয়া ছবিটির কাজ এখনো শেষ হয়নি।সুঠাম দেহের অধিকারী ব্রাউন সোহেল অনেক প্রবাসীরা মনে করেন তিনি যেন নিয়মিত অভিনয় কাজ চালিয়ে যান। ভবিষতে তিনি আরও ভালো করতে পারবেন। এক নজরে দেখে নেই খল নায়ক চরিত্রে অভিনয় করা তার কিছু স্থির চিত্র। ছবি -এনটিভি