মালয়েশিয়া অনুষ্ঠিত হয়ে গেল উই এর গ্লোবাল চ্যাপ্টার মিলনমেলা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে কোটা দামানসারা গত ২৮ শে নভেম্বর প্রবাসী নারীদের নিয়ে শুরু হয় জমজমাট মিলন মেলা। এতে শতাধিক নারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উই হল উইমেন এন্ড ইকমার্স ফোরাম উদ্যোক্তাদের প্লাটফর্ম , যা শুধু বাংলাদেশ নয় এশিয়ার মধ্যে সর্ববৃহৎ উদ্যোক্তাদের গ্রুপ। উই এর প্রতিষ্ঠাতা মিস নাসিমা আক্তার নিশা। উই প্রতিষ্ঠিত হয় ২৪ শে অক্টোবর ২০১৭ সালে। ১২ লাখ মেম্বার এবং প্রায় ৫ লাখ উদ্যোগতাদের নিয়ে এই গ্রুপ। উই মালয়েশিয়ার হেড পাপিয়া আক্তারের অনুষ্ঠান পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোঃ বাশার আহমেদ, ইন্টারনেশনাল ওমেন এফেয়ার্স এর মেম্বার এবং সংগীতশিল্পী ফারহা নাজিয়া সামি, বিডি এক্সপাট ইন মালয়েশিয়ার এক্সিকিউটিভ মেম্বার এবং সংগীত শিল্পী লুবনা আলম, বাংলাদেশ ডিজিটাল ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা জাফর ফিরোজ। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসাবে ছিলেন এনটিভি মালয়েশিয়া।এক নজরে দেখে নিন অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র। ছবিঃ এনটিভি