ঢাকাই চলচ্চিত্রে গ্লামারগার্ল মৌ খান
ঢাকাই ছবির নতুন নায়িকা মৌ খান।এরই মধ্যে ‘প্রতিশোধের আগুন’ নামে একটি ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছে তার। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বাহাদুরি, বান্ধব নামে দুটি ছবি।এবার সরকারি অনুদানের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা মৌ খান। নাম ‘দায়মুক্তি’।এতে চিত্রনায়ক সাইমন সাদিকের বিপরীতে দেখা যাবে তাকে। জানা গেছে, ২০১৭ সালের অনুদান পাওয়া ‘দায়মুক্তি’ ছবিটি পরিচালনা করবেন কমল সরকার।গল্পটি একটি বৃদ্ধাশ্রমের। মৌ খান বলেন অভিনয়ে আমি খুব বেশিদিন আগে আসিনি। তবে শুরুতেই এমন একটি গল্পের ছবিতে কাজের সুযোগ পাবো তা স্বপ্নেও ভাবিনি। আমাকে এই ছবিতে নেয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা।তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি গল্পটি সবার হৃদয় ছুঁয়ে যাবে। সব কিছু ঠিক থাকলে আসছে ঈদের পর পরই ছবির শুটিং শুরু হবে।একনজরে দেখে নিন ঢাকাই চলচ্চিত্রে গ্লামার গার্ল নবাগত মৌ খান এর দারুণ সব স্থিরচিত্র। ছবি : সংগৃহীত


















