যুগল ছবিগুলো শ্রীলঙ্কার। কিন্তু রবিবার বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ভাইরাল হয়ে পড়েছে। থিকসানা ফটোগ্রাফি নামের একটি প্রফেশনাল ফটোগ্রাফির ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করা হয় শনিবার রাতে।এরপর সেগুলো ভাইরাল হয়।জানা যায়, সিংহলিজ ভাষায় একজন প্রফেশনাল ফটোগ্রাফার যুগলের নাম লিখে ছবিগুলো পোস্ট করেন এবং বলেন এ ধরনের ছবি তুলতে চাইলে তার সঙ্গে যেন যোগাযোগ করা হয়। নেট জনতার ছবিগুলো কারণবশত পছন্দ হয়ে যায়, যার কারণে ক্রমশ শেয়ার করতেই থাকে। যার ফলে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমের হোম পেজ দখল করতে থাকে। ছবির যুগলের নাম যথাক্রমে নেথমি ও বুড্ডিকা। এসব ছবি পোস্ট উইডিং ফটোগ্রাফির।ভারতীয় ও দেশীয় নেটিজেনদের মন্তব্য থেকে বোঝা যায়, 'অনেকেই অপরিণত বিয়ে মনে করে ছবিগুলো শেয়ার করছেন। কিংবা এই জুটিকে অনেকেই বেমানান মনে করছেন।এক নজরে দেখে নিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া শ্রীলংকান এই যুগলের কিছু আলোক চিত্র। ছবি -ফেইসবুক