স্টাইলিস্ট সালমান শাহ
চলচ্চিত্র অভিনয় করেছেন মাত্র চার বছর।অভিনয় করেছেন মাত্র ২৭টি চলচ্চিত্রে।আর এ দিয়েই মৃত্যুর দুই দশকেরও বেশি সময় ধরে জীবন্ত হয়ে আছেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা সালমান শাহ।আজ ৬ সেপ্টেম্বর, ঢাকাই সিনেমার স্টাইলিস্ট ও রোমন্টিক ইমেজের এই নায়কের তাঁর ২৪তম মৃত্যুবার্ষিকী।রুপালি পর্দায় সালমান সাম্রাজ্যের সূচনা হয় নব্বই দশকের শুরুর দিকে। সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত দিয়ে চলচ্চিত্রে পা রাখা। প্রথম সিনেমাতেই করেছেন বাজিমাত।১৯৭১ সালে নানার বাড়ি সিলেটে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের এই তুখোড় নায়ক। চৌধুরি মোহাম্মদ সালমান শাহরিয়ার ইমন নাম হলেও সবাই তাকে চেনেন সালমান শাহ নামে। বাংলা চলচ্চিত্রে বেশিরভাগ নায়কদের অনুপ্রেরণার উৎসও ছিলেন তিনি। শুধু নায়ক সালমান নয় ব্যক্তি সালমানও ছিলেন বেশ জনপ্রিয়।তার অভিনীত ছবি এখনো নতুন প্রজম্ম কাছে জনপ্রিয়। এক নজরে দেখে নিন আপনাদের প্রিয় নায়ক সালমান শাহ কিছু ছবি। ছবি সংগ্রহ -ফেইসবুক













