নান্দনিক অভিনয়ে অতি অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছেন মডেল ও ছোটপর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান।তার অভিনয়ের শৈল্পিক গুণ ও ব্যক্তিত্বের সুনিপুণ উপস্থাপন কেড়েছে দর্শক হৃদয়।বর্তমানে ছোটপর্দায় ব্যস্ত এই অভিনেত্রী বড় পর্দায় নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে যাচ্ছেন এবার প্রথম ছবি তবুও প্রেম দামি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।ঈদের পর এরই মধ্যে ১৭টি নাটকে কাজ করেছেন।তার সদা হাস্যোজ্বল মুখ ও শৈল্পিক কথোপকথনের সঙ্গে দর্শকরা দিন দিন মুগ্ধ হচ্ছেন।স্বভাব সুলভ আচরণের জন্য সবার প্রিয় প্রিয়াঙ্কা হতে পেরেছেন ।মুখে হাসি সর্বদা লেগেই থাকে।হাসি খুশি থাকাটাই তার পছন্দ। চঞ্চল স্বভাবের এই পিয়াঙ্কা কখনো কখনো প্রকৃতির সাথে হারিয়ে যান। হাস্যজ্জ্বল এই প্রিয়াঙ্কা জামান কক্সবাজার শুটিংয়ে গেলে এনটিভি অনলাইন জন্য ফটোশুট করেন। এক নজরে দেখে নিই তার কিছু আলোকচিত্র।