শুভ জন্মদিন গ্ল্যামারাস নায়িকা অধরা খান
‘নায়ক’ সিনেমা দিয়ে অভিনয় জগতে যাত্রা শুরু করেন অভিনেত্রী অধরা খান। হাতেগোনা কাজ করলেও অধরার রয়েছে বেশ জনপ্রিয়তা। সম্প্রতি তিনি মালয়েশিয়া,সিঙ্গাপুর ,দুবাই ঘুরে যান এই অভিনেত্রী। ধারালো ফিগার, সুন্দর মুখশ্রী আর অভিনয়ের প্রতি দারুন আগ্রহের কারণে তাকে নিয়ে বেশ আশাবাদী নির্মাতারা। চলচ্চিত্রই অধরার ধ্যান-জ্ঞান। এর পাশাপাশি নিয়মিত নিজের আকর্ষণীয় সব ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তার ছবি মানেই হাজার হাজার লাইক। দেশে ও প্রবাসে রয়েছে তাঁর লাখো ভক্ত। আজ ৫ই মে তার জম্মদিন। অধরা খান মাধ্যমিক পাশ করেছেন রাজধানীর মিরপুরের প্রগতী স্কুল থেকে। উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ঢাকার কমার্স কলেজ থেকে। বর্তমানে তিনি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। অবসর সময়ে তিনি বই পড়তে ভালোবাসেন। গ্ল্যামারাস এই নায়িকার কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের ফটো ফিচার। ছবিগুলো ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নেওয়া হয়েছে।


















