শাড়িতে সোশ্যাল মিডিয়াতে সরব এভ্রিল
জান্নাতুল নাঈম এভ্রিল শাড়িতেও অপরূপা। সম্প্রতি তিনি শাড়ি পরে ফটোশুট করেছেন।শাড়ি পড়া ছবি তিনি ফেইসবুক ও ইন্সট্রাগ্রাম পোষ্ট করার সাথে সাথে তা মুহূর্তে মধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। কেউ এভ্রিলের এই শাড়ি পরা ছবি দেখে নেতিবাচক মন্তব্যও করেছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন জান্নাতুল নাঈম এভ্রিল।শোবিজে ব্যস্ততা না থাকলেও তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সরব। ফেসবুক ও ইন্সটাগ্রামে ধারাবাহিকভাবে খোলামেলা সাহসী ছবি ও ভিডিও পোস্ট করে আসছেন তিনি।শাড়ি পড়া ছবিতে জান্নাতুল নাঈমকে কেমন লাগছে এক নজরে দেখে নেই। ছবি - ইন্সটাগ্রাম

১ / ১৫

২ / ১৫

৩ / ১৫

৪ / ১৫

৫ / ১৫

৬ / ১৫

৭ / ১৫

৮ / ১৫

৯ / ১৫

১০ / ১৫

১১ / ১৫

১২ / ১৫

১৩ / ১৫

১৪ / ১৫

১৫ / ১৫