মালয়েশিয়া প্রবাসীদের ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নূর মোহাম্মদ ভূঁইয়া

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মালয়েশিয়া প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়া আওমীলীগের অন্যতম সদস্য ও ব্যাবসায়ী ,এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা নূর মোহাম্মদ ভূঁইয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা। কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা।
আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। তাই পশু কোরবানির পাশাপাশি মনের পশুত্ব কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়াই আমাদের কর্তব্য।
শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল।
তিনি সবার কল্যাণ কামনা করে আরো বলেল, সম্প্রতি করোনা ভাইরাসে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে ও মালয়েশিয়ার আইন কানুন মেনে চলার আহ্বান করেন।