প্রবাসী সাংবাদিক কায়সার হামিদ হান্নান পেলেন ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’

বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সহসভাপতি ও দেশের জনপ্রিয় স্যাটেলাইটে চ্যানেল এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট,প্রবাসী সাংবাদিক কায়সার হামিদ হান্নানকে দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫ এ ‘ প্রবাসে সাংবাদিকতা ও সেরা সংগঠক’ হিসেবে পুরস্কৃত হয়েছেন।
এই আন্তর্জাতিক পুরস্কারটি প্রদান করে সাউথ এশিয়ান সোস্যাল কালচারাল ফোরাম, যা ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, মালদীপ ও আফগানিস্তানসহ সমগ্র দক্ষিণ এশিয়ায় সাংস্কৃতিক ও সামাজিক অগ্রগতিতে অবদান রাখছে।
সোমবার (১৭ মার্চ) সোমবার বিকাল ৩ টায় ইকোনোমিক রিপোর্টার্স মিলনায়তনে বিজয়নগর ঢাকায় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ঈদ বস্ত্র বিতরণ, সাউথ এশিয়াান লিডারশিপ অ্যাওাার্ড ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তাকে সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।
সূত্র জানায়, সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসে মাঠ পর্যায়ে সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ কায়সার হামিদ হান্নান কে সাউথ এশিয়ান লিডারশীর্প অ্যাওয়ার্ড - ২০২৫ প্রদানে মনোনীত করা হয়েছে।

প্রবাসী সাংবাদিক কায়সার হামিদ হান্নান স্কুলজীবনেই ফ্রিল্যান্স সাংবাদিকতার মাধ্যমে লেখালেখি শুরু। চাঁদপুরের শীর্ষস্থানীয় দৈনিক চাঁদপুর কণ্ঠ আয়োজিত বিষয়ভিত্তিক লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জেলার সেরা লেখক নির্বাচিত হন। স্কুলজীবন থেকেই সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি স্কাউটিংয়ের মাধ্যমে স্কাউট লিডার হন। চাঁদপুরের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ হাজীগঞ্জ মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ২০০৯ সালে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার উইন্ডফিল্ড ইন্টারন্যাশনাল কলেজে ভর্তি হন। মালয়েশিয়ায় বিবিএ শেষ করেন। প্রবাসে পড়াশোনা ও সাংবাদিকতার পাশাপাশি মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের কল্যাণে নিয়োজিত ফরেন ওয়ার্কার ওয়েলফেয়ার ম্যানেজমেন্ট সেন্টারে বাংলাদেশি কনসালটেন্ট হিসেবে দুই বছর কাজ করেন। বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমে কাজ করেছেন স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে। আমার দেশ, যায়যায়দিন পত্রিকায়ও তিনি কিছু দিন কাজ করেছেন। মালয়েশিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলার কথা ও প্রবাসী দিনকাল পত্রিকার সম্পাদনাও করেন তিনি। বর্তমানে তিনি মাসিক ম্যাগাজিন দিশারীর সম্পাদক ও প্রকাশক। সেই সঙ্গে মালয়েশিয়া কে এইচ প্রোডাকশন হাউসের কর্ণধার। বর্তমানে তিনি বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সহসভাপতি হিসেবে নিয়োজিত রয়েছেন।
তিনি তার কর্মগুণে ২০২২সালে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্র মন্ত্রী, ইয়াং বারবাহগিয়া, তানশ্রী-দাতুশ্রী ড. সৈয়দ হামিদ আলবারের হাত থেকে রেড লাইভ-জ্যাশ এশিয়ান অ্যাওয়ার্ড গ্রহণ,মালয়েশিয়া অনুষ্ঠিত ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড,‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড’, বাংলাদেশের সুপারস্টার সাকিবখানের হাত থেকে রিয়েল হিরো অ্যাওয়ার্ড গ্রহণ করেন। কায়সার হামিদ হান্নান চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলা গোগরা গ্রামের কৃতি সন্তান। দুই ভাই বোনের মধ্যে তিনি মেঝো।