ওয়েব সিরিজ দিয়ে জুটি বাঁধলেন শিপন ও মাহা

এ সময়ের মডেল ও অভিনেত্রী নাইমা আলম মাহা। শোবিজে তার যাত্রা শুরু হয় ২০১৮ সালে।একটানা কাজ করে যাচ্ছেন নাটক ,সিরিয়ালে। তার অভিনীত বেশ কয়েকটি নাটক দর্শক জনপ্রিয়তা পায়। এই পর্যন্ত সিরিয়াল ও নাটক মিলে প্রায় ৫৮টি নাটকে অভিনয় করেন।এই প্রথমবারের মত ওয়েব সিরিজে কাজ করছেন নাইমা আলম মাহা। তার বিপরীতে অভিনয় করছেন চলচ্চিত্রের সুদর্শন নায়ক শিপন মিত্র। ওয়েব সিরিজের নাম স্পেশাল সেভেন।
পরিচালক শেখ সেলিম। গল্পটি লিখছেন বিদ্যুৎ রায়।গল্পটির সারসংক্ষেপ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে নাইমা আলম মাহা জানান,গল্পটিতে সাত বন্ধু মিলে ভ্রমণে বের হয় । সবাই মিলে অনেক মজা মাস্তি করে। হঠাৎ ঘটে যায় এক দূর্ঘটনা, যা ভ্রমনের মজা ও গল্পের মোড় ঘুড়িয়ে দেয়। মাহা আরো জানান কাজটি করে বেশ ভাল লাগছে। আশা করি দর্শকদেরও ভাল লাগবে৷ইতিমধ্যে এই ওয়েব সিরিজের শুটিং সম্পন্ন হয়েছে।খুব শীঘ্রই এটি প্রচারে আসবে।
এই ওয়েব সিরিজে আরো যারা অভিনয় করেছেন ,অর্নব সাব্বির, সঞ্চিতা দও,সাইফ সাইফুল ,শিরিন শিলা প্রমুখ।