প্রযুক্তি তরুণ সমাজকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে
![](https://malaysia.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/23/shohan.png?itok=IMVZoY03×tamp=1700752227)
উন্নয়নশীল দেশগুলোর মধ্যে চলছে এগিয়ে যাবার অসম লড়াই। একটি দেশ এবং জাতির সমৃদ্ধিতে সব’চে বড় অবদান রাখে তরুণ সমাজ। প্রতিযোগীতার দৌড়ে বাংলাদেশের নাম প্রজ্বলিত করতে এখনই প্রস্তুতি নিতে হবে তরুণ সমাজকে। কেননা তরুণরাই রাষ্ট্রের সব’চে বেশি উদ্যমী আর কর্মঠ সদস্য।
ডিজিটালাইজেশন এবং প্রযুক্তিগত উৎকর্ষতা তরুণদের জ্ঞানচর্চাকে আরও সহজতার করেছে। প্রযুক্তির বিবর্তনের মধ্যে বেড়ে ওঠা তরুণরা উন্নত বিশ্বের উদ্ভাবনী চিন্তাভাবনা ও ধারণার সংস্পর্শে এসে এদেশের অনেক তরুণ স্বপ্ন দেখে নতুন ধারার বাংলাদেশ গড়ার। তরুণদের একটা অংশ সামাজিক যোগাযোগের মাধ্যমে সুব্যবহার করে নিজেদের নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়। তাদের ভিতর একজন সোহানুর রহমান। পড়াশোনার পাশাপাশি শিখেছেন মোশন গ্রাফিক্স ডিজাইন স্কিলস।
মোশন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করেছেন দেশ-বিদেশের নানান ব্র্যান্ডের সাথে। বর্তমানে তিনি Ali2BD’এর মোশন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি এনটিভি মালয়েশিয়া'তে পার্ট টাইম গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি পুরান ঢাকার স্বমানধন্য একটি আইটি প্রতিষ্ঠানে গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষক হিসেবে প্রায় অর্ধশত তরুণ-তরুণীদের গ্রাফিক ডিজাইন প্রশিক্ষণ দিয়েছেন। যাদের অধিকাংশ তরুণ-তরুণী ফ্রিস্যান্সিং অথবা বিভিন্ন কোম্পানিতে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত আছে।
সোহান সবসময় চেষ্টা করেন ডিজাইনে নতুনত্ব নিয়ে আসার। তার সুদক্ষ হাতের ছোঁয়ায় একটি ব্র্যান্ড সেজে ওঠে নতুন রঙে। চোখ জুড়ানো নান্দনিক ডিজাইন এবং নতুনত্ব আইডিয়ার কারণে ক্লাইন্টের থেকে পেয়েছেন ভূয়সী প্রশংসা।
সিরাজগঞ্জ জেলার অর্ন্তগত বেলকুচি উপজেলার গাড়ামাসী গ্রামে বেড়ে ওঠেন সোহান। সোহাগপুর নতুনপাড়া এ.এস উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং বেলকুচি মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। বর্তমানে তিনি ফাইন আর্টস নিয়ে লেখাপড়া করছেন ঢাকা আর্ট কলেজে। চিরচেনা বেলকুচির তরুণদের মাঝে তিনি দেখতে পান সম্ভবনার নতুন দিগন্ত। দক্ষ তরুণ সমাজ গড়ে তুলে তাদের জন্য করতে চান কর্মসংস্থানের ব্যবস্থা।