মালয়েশিয়ার কোম্পানির টাকা নিয়ে পালালেন এক বাংলাদেশি

সিফাত ওরফে আবু আইয়ুব আনসারী বিরুদ্ধে মালয়েশিয়া ইয়াবা ব্যবসার অভিযোগ রয়েছে। সেই সাথে মালয়েশিয়ান কোম্পানি ডব্লিউ এসএল থেকে শ্রমিকদের গচ্ছিত ১৭ হাজার রিঙ্গিত যা টাকায় প্রায় ৩ লক্ষ টাকা নিয়ে বাংলাদেশে পালিয়ে যায়। সিফাতের বিরুদ্ধে ডব্লিউ এসএল কোম্পানি মালয়েশিয়া থানায় মামলা দায়ের করে।
খুব শীগ্রই কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে অভিযোগ পত্র জমা দিবেন বলে জানান কোম্পানির কতৃপক্ষ।
সিফাত ৬ মাস আগে কলিং ভিসায় পাড়ি জমায় মালয়েশিয়ায়। মাস দুয়েক যেতে না যেতে কোম্পানি সাধারণ শ্রমিকদের সাথে সখ্যতা করে তুলে ইয়াবা ব্যবসা শুরু। ভুক্তভোগী কয়েক জন শ্রমিকের সাথে কথা বলে ইয়াবা ব্যবসার সত্যতা পাওয়া যায়।
খোঁজ নিয়ে জানা যায়, তার জেলা কক্সবাজারের নিজ এলাকায় ইয়াবা ব্যবসায় জড়িত ছিল। তার মা ও বোন ইয়াবা ব্যাবসার অভিযোগ রয়েছে। দেশে তার বিরুদ্ধে মামলা ও রয়েছে। মালয়েশিয়ান কোম্পানি ডব্লিউ এস এল কতৃপক্ষ সিফাতের উপযুক্ত বিচার দাবি করছে।