জলঢাকায় জানো প্রকল্পের এ্যানুয়াল ক্যাম্পেইন অনুষ্ঠিত
![](https://malaysia.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/21/l02.jpg?itok=_MhG9Ai5×tamp=1695277528)
কিশোর-কিশোরীদের পুষ্টির সার্বিক মান উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পুষ্টি সংক্রান্ত কার্যক্রম চলমান রাখতে নীলফামারীর জলঢাকা উপজেলায় জানো প্রকল্পের এ্যানুয়াল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছীট মিরগঞ্জ কামিল মাদরাসা প্রাঙ্গণে অধ্যক্ষ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, এনটিভির নিউজ ব্রডকাস্টার এবং প্রটেক্ট আস্ কিডস ফাউন্ডেশন, ইউএসএ এর বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শারমিন নাহার লিনা, রংপুর বিভাগীয় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর হেড অব সেন্ট্রাল নর্দান এন্ড রিজিওন আশিক বিল্লাহ ও প্রধান শিক্ষক আশেকুর রহমান প্রমুখ।
![](https://malaysia.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/21/l03.jpg?itok=j7GsNVN0×tamp=1695277630)
ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য রাখেন জানো প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক পোরসিয়া রহমান। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন জানো প্রকল্পের ফিল্ড অফিসার ডালিম কুমার রায়। ক্যাম্পেইনে তিনটি স্টলে শিক্ষার্থীরা সবজি বাগান, কিশোর-কিশোরী কর্ণার ও কুকিং ডেমো প্রর্দশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে প্রকল্পের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন কার্যক্রমের ব্যাপক প্রশংসা করেন এবং এই কার্যক্রমসমূহ যাতে চলতে থাকে এই আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া তার বক্তব্যে শিক্ষার্থীদের অনুপ্রেরিত করার পাশাপাশি এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি কিশোর কিশোরীদের পুষ্টির উপর গুরুত্ব দেয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।
কিশোর-কিশোরীদেও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন মোটিভেশনাল স্পিকার। তিনি বলেন, ’শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের জীবনকে প্রভাবিত করতে পারে, পাঠ্যক্রম উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে এবং শিক্ষার্থীদের ন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে লিঙ্গ, বয়ঃসন্ধিকালের স্বাস্থ্য, পুষ্টি, আবেগ নিয়ন্ত্রণ, যোগাযোগ ইত্যাদি। আমরা যদি ভবিষ্যতের জন্য দেখা স্বপ্নগুলো স্বার্থক করতে চাই তাহলে সঠিকভাবে অঅবেগ নিয়ন্ত্রণ শিখতে হবে, বন্ধু করে তুলতে হবে বাবা-মা ও শিক্ষকদের। সঠিক তথ্য এবং পরামর্শ আমাদের কিশোর-কিশোরীদের ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচাতে পারে।
![](https://malaysia.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/21/lina.jpg?itok=lzpBRPTq×tamp=1695277630)
আলোচনা শেষে বালিকাদের ফুটবল খেলায় বিজয়ী, বিতর্ক প্রতিযোগিতা, শ্রেষ্ঠ জেমস শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে ক্রেষ্ট, মেডেল, বই ও ট্রফি তুলে দেওয়া হয়। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, অস্ট্রিয়ান ডেভলপমেন্ট কো-অপারেশন এর সহ-অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যশনাল বাংলাদেশ এর কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়িত জয়েন্ট এ্যকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্প রংপুর ও নীলফামারী জেলায় পুষ্টির মান উন্নয়নে সরকারের সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে।