মালয়েশিয়ায় ইসলামী আন্দোলনের উদ্যোগে শ্রমিক দিবস পালন
![](https://malaysia.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/05/01/whatsapp_image_2024-05-01_at_10.22.31_pm.jpeg?itok=DvgxSXej×tamp=1714573866)
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মালয়েশিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া কেলাং সিটি শাখা কতৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১মে, ২০২৪) স্থানীয় সময় সকাল ১১টায় কেলাং সিটিস্থ মসজিদ ইন্ডিয়ার কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেলাং সিটি শাখার আহ্বায়ক আর এম রুবেল আহম্মেদ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মো:মুজাহিদুর রহমান মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় পবিত্র কুরআনুল কারিম থেকে তিলাওয়াত করেন ক্বারি মুহা. শাহ পরাণ।
সভায় বক্তারা শ্রমিক দিবসের ইতিহাস, তাৎপর্য ও অধিকার নিয়ে কথা বলেন। প্রবাসে শ্রমিকদের অধিকার খর্ব হলে যথাযথ ব্যবস্থা নিতে সর্বাত্মক প্রচেষ্টার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন আলোচকবৃন্দ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি হযরত হাফেজ মাওলানা মুফতি আমিরুল ইসলাম,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া শাখার সেক্রেটারি মাওলানা গাজী আবু হোরায়রা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল করিম, জয়েন্ট সেক্রেটারি হাফেজ বশির ইবনে জাফর।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া শাহ-আলম সিটি শাখার সভাপতি মাওলানা হিফজুর রহমান জামিল, কেএল সিটি শাখার সভাপতি মো: তাজউদ্দীন।
এছাড়াও উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ।
সভায় প্রধান অতিথি তার আলোচনা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া কেলাং সিটি শাখার ২০২৪ সেশনের জন্য নতুন কমিটি ঘোষনা করেন।