মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো সুপার মডেল ইউনিভার্স মালয়েশিয়ার গ্র্যান্ড ফাইনাল ২০২০।গত ১৩ সেপ্টেম্বৰ রবিবার দামানসারা রয়েল চুলান হোটেলে এই ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।গ্র্যান্ড ফাইনালে পুরুষ ১১ জন ও মহিলা ১১ জন ও শিশু ১১ জন ফাইনাল রাউন্ডে উত্তীণ হয়।বিচারকের রায়ে মালয়েশিয়া সুপার মডেল ইউনিভার্স ২০২০ সালের চূড়ান্ত পুরুষ বিভাগের মালয়েশিয়ার কুয়ান্তানের ২৮ বছর বয়সী মোহাম্মদ সাদ্দাম বিন রুসলান ও মহিলা বিভাগে ২৩ বছর বয়সী কুয়ালালামপুরের ভারতীয় ও থাই ঐতিহ্যের মডেল ও অভিনেত্রী হাফসা মনিরকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। দু'জন বিজয়ীই আন্তর্জাতিক মডেলিং প্রতিযোগিতায় মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করবেন।এইদিকে এই ইভেন্ট এক মাত্র বাংলাদেশি নাটোরের কৃতি সন্তান মালয়েশিয়া প্রবাসী মোঃ বিপ্লব অনলাইন ভোটের মাধ্যমে তিনি ফাইনালে উত্তীর্ণ হন। বিচারকের রায়ে ফাইনাল রাউন্ডে বিপ্লবকে মোস্ট ফ্রেন্ডলি উপাধিতে ভূষিত করেন অনুষ্ঠান কতৃপক্ষ।তাছাড়া বিপ্লবের বডি ফিটনেস উপস্থিত দর্শক ও বিচারকদের আকৃষ্ট করে।এক নজরে দেখে নেই মালয়েশিয়া সুপার মডেল ইউনিভার্স ২০২০ সালের মোস্ট ফ্রেন্ডলি উপাধিতে ভূষিত মোঃ বিপ্লবের কিছু আলোকচিত্র । ছবি -আয়োজকদের থেকে প্রাপ্ত।