মালয়েশিয়ার সাগরে ৬ ইন্দোনেশিয়ার লাশ উদ্ধার
মালয়েশিয়ায় সাগর থেকে ৬ ইন্দোনেশিয়ার লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ সময় আরও ৯ ইন্দোনেশিয়ানকে আটক করা হয়েছে।
রোববার সকাল পৌনে ১০টার দিকে দেশটির জোহর প্রদেশের কোতাতিংগির দক্ষিণ চীন সমুদ্র সৈকত তেলুক সি'তে পানিতে ভাসমান অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়।
মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৪ জন নারী ও দু'জন পুরুষ। প্রাথমিক ভবে ধারণা করা হচ্ছে- ইন্দোনেশিয়া থেকে সমুদ্রপথে মালয়েশিয়া আসার পথে প্রবল স্রোতে নৌকা ডুবে তাদের মৃত্যু হয়েছে।
জোহর কোতাতিংগির পুলিশ কমিশনার দাতুক আইয়ুব খান মায়দিন পিচ্চ্যা বলেছেন, 'অবৈধ ভাবে সমুদ্র পথে দেশে প্রবেশের চেষ্টা করার সময় সমস্ত ভুক্তভোগীরা পানিতে ডুবে মারা গেছে বলে আমাদের প্রাথমিক ভাবে ধারণা করছি।
তিন বলেন ,নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ও কোভিড -১৯ পরীক্ষার জন্য সুলতান ইসমাইল হাসপাতালে (এইচএসআই) প্রেরণ করা হয়েছে।'