এনটিভি মালয়েশিয়ার ইসলামী প্রোগ্রাম ‘আপনার জিজ্ঞাসা’

বাংলাদেশের জনপ্রিয় চ্যানেল এনটিভি মালয়েশিয়া ও আমেরিকার বাংলাদেশ কমিউনিটির রেডিও এফএম-৭৮৬’র আয়োজনে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় রাত ০৭ টা ,মালয়েশিয়া সময় রাত ১৯ টা, আমেরিকার সময় সকাল ০৯ টায় ধর্মীয় অনুষ্ঠান "আপনার জিজ্ঞাসা" অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে।
আগামী ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার ধর্মীয় অনুষ্ঠান "আপনার জিজ্ঞাসা" অতিথি হিসাবে যুক্ত হবেন মুফতি ওয়লিদ আল মাদানি।অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ইমদাদ উল্লাহ আনছারী।
দর্শকরা ধর্মীয় বিষয়ে যাবতীয় প্রশ্ন করতে পারেন আপনার প্রিয় অতিথিকে সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন।বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে -+৬০১০২৯৫৩৮৫০