মালয়েশিয়ায় এনটিভি দর্শক ফোরামের ‘বিজয় উৎসব’ পালন
'এনটিভি বিজয় উৎসব’ শিরোনামে মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার বিজয় উৎসব ও আইকনিক অ্যাওয়ার্ড পালন করেছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়া।
রবিবার (২২ ডিসেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান আমপাংয়ের পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয় এ বিজয় উৎসব।
এনটিভির সংবাদ উপস্থাপক শারমিন নাহার লিনার সঞ্চালনায় বিজয় উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সহসভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার কোয়ান্তান রাজোর স্বনামধন্য ব্যবসায়ী দাতো মিজান ও তার সহধর্মিনী দাতিন মারিয়াট চলচ্চিত্র পরিচালক পীযুষ সাহা, চলচ্চিত্র প্রযোজক সুকান্ত সুমনসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।
এনটিভি বিজয় উৎসবে মালয়েশিয়ার তামিল নৃত্যশিল্পীদের বাংলা গানের নাচ আগত দর্শকদের নজর কাড়ে। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে একই স্থানে মেলার আয়োজন করা হয়।
মেলার স্টলগুলোতে দেশিয় খাবার, পোষাক, নানান ধরণের জিনিসপত্রসহ নানান জিনিসের পসরা সাজিয়ে বসেন সৌখিন ব্যবসায়ীরা।
প্রধান আয়োজক কায়সার হামিদ হান্নান জানান, বিজয় দিবসের এ আয়োজনের মাধ্যমে আমরা প্রবাসে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাংলাদেশিদের মাঝে দেশিয় সংস্কৃতির বিস্তার ঘটাতে চাই। প্রবাসে থাকলেও বাংলাদেশিরা যাতে দেশিয় সংস্কৃতির মাঝেই থাকেন তার জন্য আমাদের এ আয়োজন।
এনটিভির বিজয় উৎসবের আইকনিক অ্যাওয়ার্ড লাভ করেন- জনপ্রিয় সংগীত শিল্পী আরেফিন রুমি, বাঁধন সরকার পূঁজা, বেস্ট বিডি টপ মডেল সৈয়দ রুমা, বেস্ট বিডি টপ ইনফ্লুন্সার বারিশা হক, বেস্ট জুয়েলারী ডিজাইনার সোনিয়া মোদী, বেস্ট মডেল ও ফিল্ম একটর আসিফ, কলকাতার সেরা অভিনেতা বনি সেন গুপ্ত, নীল ভরট্টচার্য্য, সেরা অভিনেত্রী সম্পুর্না, সেরা ভারতীয় অভিনেতা ও প্রযোজক চন্দ্রানী দাশ, সেরা ডিজাইন ফটোগ্রাফার তানজিল জনি, সেরা ইন্ডিয়ান মডেল মধুমিতা গুপ্তা, মডেল আদ্রিজা আফরিন সিনথিয়া, আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার সুমন হোসাইন, আন্তর্জাতিক জুয়েলারী ডিজাইনার তাসনুভা খান, মালয়েশিয়া বিডি মার্ট ব্র্যান্ড ওনার ড. ইন্নামা দিলশাদ আলম তনিমাসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শিল্পীদের হাতে আইকনিক অ্যাওয়ার্ড তুলে দেন আইকনিক অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠা পিয়াল হাসান ও এনটিভি বিজয় উৎসবের আয়োজক কায়সার হামিদ হান্নান।
অনুষ্ঠানটি সফল করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন-বিএসওএম’ ও বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)।