মালয়েশিয়ায় এনটিভির বিজয় উৎসবে আইকনিক অ্যাওয়ার্ড পেলেন ফটোগ্রাফার মঞ্জুরুল
![](https://malaysia.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/04/monju.jpg?itok=B7KrTybq×tamp=1735961903)
দুইবাংলার তারকাদের অংশগ্রহণে কদিন আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল এনটিভি বিজয় উৎসব- আইকনিক স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানে ঢাকার শোবিজ ও বিজ্ঞাপনী সংস্থায় বিশেষ অবদান রাখায় সেরা লাইফস্টাইল ও কমার্শিয়াল ফটোগ্রাফার সম্মাননা পান মঞ্জুরুল আলম।
রোববার (২২ ডিসেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে আয়োজিত বাংলাদেশের এ আলোকচিত্রীর হাতে তুলে দেওয়া হয় ‘লাইফস্টাইল ও কমার্শিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ পুরস্কার।
জানা যায়, এনটিভি বিজয় উৎসব- আইকনিক স্টার অ্যাওয়ার্ড-২০২৪ উৎসবের উদ্যোক্তা আইএসএফবিএ কমিটির কর্ণধার পিয়াল হোসেন, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সহসভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান, শর্মিষ্ঠা ঘোষ, সাকিব সনেটসহ অনেকে উপস্থিত ছিলেন ।
অন্যান্যের মধ্যে আরও পুরস্কার পেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী আরেফিন রুমি, বাঁধন সরকার পূঁজা, বেস্ট বিডি মডেল সৈয়দ রুমা, বেস্ট বিডি ইনফ্লুন্সার বারিশা হক, বেস্ট জুয়েলারী ডিজাইনার সোনিয়া মোদী, বেস্ট মডেল আসিফ, কলকাতার সেরা অভিনেতা বনি সেন গুপ্ত, নীল ভরট্টচার্য্য, সেরা অভিনেত্রী সম্পুর্না, সেরা ভারতীয় অভিনেতা ও প্রযোজক চন্দ্রানী দাশ, সেরা ইন্ডিয়ান মডেল মধুমিতা গুপ্তা, মডেল সিনথিয়া, আন্তর্জাতিক জুয়েলারী ডিজাইনার তাসনুভা খান, মালয়েশিয়া বিডি মার্ট ব্র্যান্ড ওনার ড. ইন্নামা দিলশাদ আলম তনিমাসহ আরও অনেকে।
পুরস্কার পাওয়ার পর মঞ্জুরুল আলম বলেন “আমি এই পুরস্কার পেয়েছি- অবশ্যই ভালো লাগছে। কিন্তু, আমি মনে করি, এই পুরস্কারটি আমার নয়, এটি বাংলাদেশের। এটা একটি ব্যতিক্রমী উদ্যোগ। প্রত্যাশা করি, এ ধরনের আয়োজন অব্যাহত থাকুক। ফটোগ্রাফার এবং শিল্পীদের শ্রেষ্ঠত্ব এবং দক্ষতাকে বিজয়ী করার জন্য এটি একটি প্ল্যাটফর্ম এবং মাধ্যম হয়ে থাকবে।’
আলোকচিত্রী মন্জুরুল আলমের জন্ম ফরিদপুর, বেড়ে ওঠা ঢাকায়। স্নাতকোত্তর শেষ করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে। ক্যামেরার সঙ্গে তার বোঝাপড়ার শুরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস লাইফ থেকে। পাঠশালা, সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট, থেকে অ্যাডাভান্সড ফটোগ্রাফি করেন। যুক্ত রয়েছেন থিয়েটার- প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনে।
রয়েছে বিহাইভ স্টুডিও নামে দুটি স্টুডিও। ওটিটি, নাটক, সিনেমা ও বিজ্ঞাপনী সংস্থায় তার ফটোগ্রাফির উপজীব্য। তিনি বাণিজ্যিক ফটোগ্রাফিও করেছেন এর শৈল্পিক সম্ভাব্যতাকে মাথায় রেখে। এর আগে ফ্যাশন ক্যাটাগরিতে বোধ বিজয় সম্মাননা, ইন্দো-বাংলা আইকনিক স্টার অ্যাওয়ার্ড (ইন্ডিয়া) পেয়েছেন।
বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন-বিসিআরএ কর্তৃক চলচ্চিত্র, টিভি, সংগীত এবং মঞ্চ তারকাদের নিয়ে সেরার ভিত্তিতে ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২২’ এর পুরষ্কার অর্জন করেছেন।