চার নাটকে নীলিমা

করোনায় দীর্ঘ ৮ মাস ঘরবন্দী ছিলেন নীলিমা।এর মধ্যে কোন কাজ পারেননি। গত ১৯ নভেম্বর থেকে কাজ শুরু করেন নীলিমা। নাট্য পরিচালক বি ইউ শুভ এর চার নাটকে অভিনয় করার চুক্তি সম্পন্ন করলেন নীলিমা। দুটি নাটকের অভিনয় শেষ করেছেন।
বাকি দুটি নাটকের অভিনয় চলতি ডিসেম্বর মাসেই শেষ হবে বলে জানান তিনি।নাটক গুলোতে নীলিমার বিপরীতে দেখা যাবে সজল, তানভীর, সারিকা, আলভীসহ আরো অনেকেই। এভাবেই কাজের মধ্যে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।