এনটিভি দর্শক ফোরামের উদ্যেগে ভাষা দিবসে গান গাইবেন পলি,নির্ঝর,রুকসার

বাংলাদেশের বেসরকারি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়া দর্শক ফোরামের উদ্যোগে ভার্চুয়াল কনসার্টের আয়োজন করা হয়েছে। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ কনসার্টটির আয়োজন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারী বাংলাদেশ সময় রাত ৮ টা ও মালয়েশিয়া সময় রাত ১০ টায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে এনটিভি অফিসিয়াল পেজ ও এনটিভি মালয়েশিয়ার অফিসিয়াল ফেইসবুক পেজে।
ভার্চুয়াল কনসার্টে ভাষা শহীদদের স্মরণে গান গাইবেন এই সময়ের তরুণ প্রজম্মের জনপ্রিয় সংগীত শিল্পী পলি সায়ন্তনী ,নির্ঝর চৌধুরী ও রুকসার রহমান। প্রতি বছর এনটিভি মালয়েশিয়া ভাষা দিবস পালন করলেও করোনা পরিস্থির কারণে অনুষ্ঠানটি ভার্চুয়াল করতে হচ্ছে।মালয়েশিয়াস্থ প্রবাসীরা শিল্পীরাও এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।

অনুষ্ঠানটির প্রোগ্রাম ডিরেক্টর মহুয়া রায় চৌধুরী এনটিভির অনলাইনকে জানান, ভাষা শহীদদের প্রতি মর্যাদা রেখে আমরা অনুষ্ঠানটি সফল করার চেষ্টা করবো। ঘরে বসে প্রবাসী এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানের মাধ্যমে বাংলা ভাষাকে তুলে ধরতে পারবো।