দীর্ঘ এক বছরেরও বেশি সময়ের পর মালয়েশিয়া সরকারের এসওপি মেনে করোনার এই ক্রান্তিকাল সময়ে পবিত্র মাহে রমজানে স্থানীয় সময় রোববার ( ১৮ এপ্রিল) রাজধানী কুয়ালালামপুরের পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসাবে বয়ান করেন তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা শায়েখ মিজানুর রহমান আজহারি। তিনি দেশ এবং প্রবাসে সব শ্রেণি-পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। বর্তমানে যে ক’জন ইসলামি চিন্তাবিদ রয়েছেন, তাদের মধ্যে তিনি অন্যতম। বাংলাদেশের বেসরকারি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়া দর্শক ফোরামের উদ্যোগে ২০১৯ সালে ইফতার মাহফিলেও তিনি উপস্থিত ছিলেন। ছবি : এনটিভি