মালয়েশিয়ায় লকডাউনেও কমছে না করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা

মালয়েশিয়ায় লকডাউনে কড়া বিধিনিষেধের মধ্যেও বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। মালয়েশিয়া গত একদিনে নতুন করে ৮ হাজার ২০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৪ হাজার ৫৬৪ জন। গত ২৪ ঘন্টায় করোনায় কেড়ে নিল ১০৩ জনের প্রাণ। এ পর্যন্ত দেশটিতে করোনায় প্রাণ গেলো ৩০৯৬ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন, ৫ লাখ ৮ হাজার ৯৪৭ জন।
বৃহঃস্পতিবার (৩ জুন ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. নূর হিশাম এ তথ্য প্রকাশ করেছে।

মালয়েশিয়ায় টানা রেকর্ড করোনা রোগী শনাক্ত হওয়ার কারণে গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী লকডাউনের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী মুহিদ্দীন ইয়াসিনের পূর্ব ঘোষণা অনুযায়ী ১ জুন মঙ্গলবার থেকে দুই সপ্তাহের সর্বাত্মক লকডাউন চলছে। লকডাউন চলবে ১৪ জুন পর্যন্ত। এ সময় সামাজিক-অর্থনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। শুধু জরুরি সেবা ও অর্থনৈতিক খাতের কার্যক্রম চলবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশে সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনার বিস্তার আশঙ্কাজনক হারে বাড়ছে। আক্রান্তদের বেশিরভাগই তরুণ ও যুবক। দুই সপ্তাহের এই লকডাউনে যদি করোনা সংক্রমণের লাগাম টেনে ধরা যায়, তবে লকডাউন শেষে কিছু খাত পরের চার সপ্তাহের জন্য সচল করা হবে। এই চার সপ্তাহ শেষ হওয়ার পর আগের মতো সব অর্থনৈতিক ও ব্যবসায়িক কার্যক্রম চলবে।