ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী তানিম

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সরকার তানভীর আহমেদ তানিম ডায়ানা অ্যাওয়ার্ড পেয়েছেন। দীর্ঘদিন সামাজিক কাজের অভিজ্ঞতা এবং সংসদীয় পদ্ধতি চর্চার মাধ্যমে নেতৃত্বের দক্ষতা উন্নয়নের অবদানস্বরূপ তাকে এই পুরস্কার দেয়া হয়।
প্রিন্সেস অফ ওয়েলস ডায়ানার স্মৃতির প্রতি সন্মানে বিশ্বের উদীয়মান তরুণদের মাঝে বিশেষ স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় ‘দ্যি ডায়ানা অ্যাওয়ার্ড’। যুক্তরাজ্যের সাবেক প্রিন্সেস ডায়ানার নামে তার দুই ছেলে প্রিন্স হ্যারি ও প্রিন্স উইলিয়াম ব্রিটিশ রাজপরিবারের পক্ষে এ পুরস্কারটি প্রবর্তন করেন।
সরকার তানভীর আহমেদ ২০০৯ সাল থেকে তরুণদের সৃজনশীলতা বিকাশে কাজ করে যাচ্ছেন। তার প্রতিষ্ঠিত ইয়ুথ পার্লামেন্টের মাধ্যমে নিজ দেশ ও বিদেশের তরুণ সম্প্রদায়কে সক্রিয় অবদান রাখতে অনুপ্রেরণা যোগাচ্ছেন। তানভীর আহমেদের নেতৃত্বে বাংলাদেশের ৩৫০ জন ও বিশ্বের ২৫ টি দেশের অসংখ্য তরুণরা বিভিন্ন সামাজিক প্রকল্পের সঙ্গে জড়িত থেকে টেকসই উন্নয়ন লক্ষমাত্রায় অবদানে কাজ করছে। যা দেশে এবং বিদেশে প্রশংসা কুড়িয়েছে। তার নেতৃত্বের যাত্রা শুরু হয় কাব স্কাউটিং এর মাধ্যমে। সেই ধারাবাহিকতায় তিনি সফলভাবে সম্পন্ন করেছেন বিভিন্ন সামাজিক উদ্যোগসমূহ।
পুরস্কারপ্রাপ্ত সরকার তানভীর আহমেদ তানিম বলেন, দীর্ঘদিনের স্বেচ্ছা সেবামূলক কার্যক্রম ও দেশপ্রেম আমাকে দায়বদ্ধ করেছে। তাই পড়াশোনার পাশাপাশি সামজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে যথাসাধ্য চেষ্টা করছি সমাজে ইতিবাচক কিছু করতে। বাংলাদেশি তরুণ হয়েও বিদেশের তরুণদের সাথে কাজ করা সত্যি আনন্দের। করোনার মধ্যে ডায়ানা অ্যাওয়ার্ড অর্জন বাংলাদেশের জন্য কিছু করতে পারা বলে মনে করছি। এই পুরস্কার আমাকে ইতিবাচক কাজের প্রতি ভবিষ্যতেও অনুপ্রাণিত করবে।
সরকার তানভীর আহমেদ তানিম রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি শেষ করেছেন। বর্তমানে তিনি পিএইচডির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ডায়ানা অ্যাওয়ার্ড ছাড়াও জয়পুরহাট জেলার এই সন্তান আরো বেশকিছু পুরস্কার পেয়েছেন। ২০০৯ সালে অর্জন করেন সাংবাদিক বজলুর রহমান স্মৃতিতে কেন্দ্রীয় খেলাঘর আসরের পদক। এছাড়াও ২০১৯ সালে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় যুব বৃক্ষরোপণ পুরস্কার’ পেয়েছেন।