মালয়েশিয়ায় মিজান গ্র্যান্ড কোম্পানিতে প্রকৌশলী ও কর্মী নিতে আগ্রহী

মালয়েশিয়ার স্বনামধন্য মিজান গ্র্যান্ড এসডিএন বিএইচডি কোম্পানিতে বাংলাদেশ থেকে প্রকৌশলী ও কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।
গত বুধবার মালয়েশিয়ার কেলান্তানের কোতাবারুতে কোম্পানির সাপ্তাহিক সভায় কুয়ালালামপুরের কর্মরত কয়েক সাংবাদিকবৃন্দ প্রকল্প পরিদর্শন কালে বাংলাদেশ থেকে সাধারণ কর্মী ও প্রকৌশলী নিয়োগে আগ্রহ ব্যক্ত করেন স্বনামধন্য ব্যবসায়ী মিজান গ্র্যান্ড এসডিএন বিএইচডি ম্যানেজিং ডিরেক্টর দাতো মোঃ মিজান।
তিনি বলেন, মালয়েশিয়া তার কোম্পানিতে দেশি বিদেশীসহ প্রায় ১০০০ লোক কাজ করে। এখনো ৫/৬টি প্রকল্প জনবলের জন্য বন্ধ রয়েছে।এই প্রকল্প গুলোতে বাংলাদেশি প্রৌকশলী ও শ্রমিকের প্রয়োজন।
তাছাড়া এই প্রকল্প গুলি চালু হলে অনেক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ হবে।তাছাড়া কেলান্তানে অনেক বাংলাদেশী বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। এখানে একটা রেমিটেন্স হাউজ ও দূতাবাসের শাখা প্রয়োজন।
এই ব্যাপারে তিনি বাংলাদেশ সরকার ও কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন কোম্পানির কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।