মালয়েশিয়ায় এনটিভি’র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাফল্যের সঙ্গে ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। প্রতিষ্ঠাবার্ষিকীতে মালয়েশিয়া প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হয়েছে এনটিভি।
বেসরকারী স্যাটালাইট টিভি চ্যানেল এনটিভির ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ জুলাই সোমবার সন্ধ্যা কুয়ালালামপুরের পাঁচ তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দদের পদচারণায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মিলন মেলায় পরিণত হয়। পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
ফিল্যান্স সাংবাদিক এম ফরহাদ হোসেনের প্রানবন্ত সঞ্চালনায় ন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ার সিনিয়র লেকচারার ও এনটিভি মালয়েশিয়া দর্শক ফোরামের আহবায়ক ড. লুবনা আলমের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন,বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সহসভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন এনটিভি মালয়েশিয়া দর্শক ফোরামের উপদেষ্ঠা মাহবুব আলম শাহ ,দাতো শ্রী জালাল উদ্দিন সেলিম ,গ্রেটার ভিশন এসডিএন বিএইচডির ফাইন্যান্স ডিরেক্টর মোঃ লিটন আজিজ দেওয়ান ,খুলনা কয়রা উপজেলার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা সফিকুল ইসলাম ,উপদেষ্টা রাশেদ বাদল ,মনসুর আল বাসার সোহেল ,শাখাওয়াত হোসেন জোসেফ ,নারী উদ্যোক্তা শাকেরা হায়াৎ খান ও পাপিয়া প্রমুখ।
এই সময় অতিত ও বর্তমানের মতো ভবিষ্যতেও মালয়েশিয়া প্রবাসীদের জন্য এনটিভির সাথে কাজ করে যাবেন বলে মন্তব্য করেন, তারা।বক্তারা বলেন, বিনোদনে বরাবরই সেরা এনটিভি। তবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এনটিভি দেশের মানুষের মতো প্রবাসীদেরও মন জয় করতে সক্ষম হয়েছে।
বক্তারা আরও বলেন এনটিভি একটি জনপ্রিয় বাঙালি স্যাটেলাইট টেলিভিশন। যার সুস্থ বিনোদন আর নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে। এর ধারাবাহিকতার আগামীতে এনটিভি সহায়ক ভূমিকা পালন করবে।আমরা আশা করি এনটিভির এই অগ্রযাত্রা ভবিষ্যতে সমৃদ্ধ হবে।
কুয়ালালামপুরের এ অনুষ্ঠানে যোগ দেন শিক্ষার্থী, ব্যাবসায়ী থেকে শুরু করে উদ্যোক্তা, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পরে সকলের অংশগ্রহনে এনটিভি'র ২১ তম বর্ষপূর্তির কেক কাটা হয়।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই এনটিভি'র চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলি ফালু'র সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, নিজাম উদ্দিন।