মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যানেল ৭৮৬ এর বিশেষ সাক্ষাৎকারে শারমিন লীনা

মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কমিউনিটির জনপ্রিয় চ্যানেল ৭৮৬ এর আয়োজনে প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ০৯ টা ও আমেরিকা সময় সকাল ১১ টায় চ্যানেল ৭৮৬এর প্রবাসী সফল ব্যক্তিদের নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে।
আজ ২৪ অগাস্ট ২০২৩, বৃহস্পতিবার চ্যানেল ৭৮৬ এর বিশেষ সাক্ষাৎকারে অতিথি হিসেবে যুক্ত থাকবেন, বাংলাদেশের বেসরকারি জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির খবর পাঠিকা ,মিডিয়া ব্যাক্তিত্ব ,আমেরিকার শিশু ও মানবাধিকার সংগঠন প্রটেক্ট আস্ কিডস এর বাংলাদেশ প্রতিনিধি শারমিন নাহার লিনা।
যুক্তরাষ্ট্র ভিত্তিক জনপ্রিয় চ্যানেল ৭৮৬ এর জনপ্রিয় উপস্থাপিকা রোকাইয়া মোহনার সঞ্চালনায় জানা, অজানা, অভিজ্ঞতা, সফলতা, ব্যর্থতা ও দায়িত্বশীলতার নানা দিক নিয়ে কথা বলবেন শারমিন নাহার লীনা। দর্শকরা,তাদের প্রিয় অতিথিকে সরাসরি যেকোনো প্রশ্ন করতে পারবেন কমেন্ট বক্সে।

উল্লেখ্য যে, শারমিন নাহার লীনা মাগুরার কৃতি সন্তান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর সংবাদ উপস্থাপিকা হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন।
এ ছাড়া বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সাত বছর শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কাজ করেছেন ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যোগাযোগ উপদেষ্টা ও সোশ্যাল চেইঞ্জ ফর ডেভলমেন্ট (এসসিডি) এক্সিকিউটিভ এডভাইজার হিসাবে।
ইয়ুথ লিডার হিসাবে তিনি ইতিমধ্যে অস্ট্রেলিয়া, তুর্কি ,আমেরিকা,দুবাই , ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও থাইল্যান্ডে,মালদ্বীপ বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন। সেই সাথে তিনি আন্তর্জাতিক সম্মেলন থেকে অনেক আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করেন।