মালয়েশিয়ার ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের উৎসবের আমেজ

মালয়েশিয়াতে প্রায় সারা বছরই বিভিন্ন মাসজুড়ে থাকে নতুন শিক্ষার্থী ভর্তির সেশন। সকল বিশ্ববিদ্যালয়ে একযুগে সকল মাসে এডমিশান সেশন না থাকলেও অক্টোবর মাসে এসে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে একযুগে চলে নতুন বর্ষবরণ। বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয় গুলোর সবচেয়ে বড় সেশন বা বেশি সংখ্যক শিক্ষার্থী এডমিশানের সুযোগ যেই সেশনে থাকে সেটিই এই অক্টোবর সেশন।
অক্টোবর সেশন এলেই দেশের বড় বড় সব বিশ্ববিদ্যালয় গুলোতে দেখা যায় উৎসবের আমেজ। ক্লাস শুরুর সপ্তাহ দু'য়েক আগ থেকেই স্থানীয় ও বিদেশী নবীন শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হয় ক্যাম্পাস। স্থানীয়দের বেশিরভাগই গ্রামাঞ্চল থেকে শহরে পাড়ি জমায় বিশ্ববিদ্যালয় জীবন শুরুর মধ্যদিয়ে।এসময় তারা তাদের পরিবারের সদস্যদের সাথে করে নিয়ে আসে ক্যাম্পাসে।

সময়টাতে শিক্ষার্থীদের হোস্টেলগুলো ঘুরলে দেখা মিলে শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাকরা তাদের সন্তানদের থাকার জায়গাগুলো নিজেদের মতো করে গুছগাছে ব্যস্ত সময় পার করছেন। যেন এক ঘর ছেড়ে এসেও আপন ঘরের মানুষদের ছোঁয়ায় সেজে উঠে এই নতুন ঘর।
যদিও এর ভিন্নচিত্রের দেখা মিলে অভিভাবকরা ফিরে যাবার সময়। কান্না, বিয়োগ-বিষাদ আর একাকী জীবনের নতুন কান্ডারী হবার দৃঢ় মানসিকতার অস্ফুট এক ছাপ ভেসে উঠে ক্যাম্পাসে রয়ে যাওয়া সন্তানদের মুখে।
বড় বিশ্ববিদ্যালয়গুলোতে সারা বছরজুড়ে 'ক্যাম্পাস ট্যুর' দেয়া সম্ভব হয় না অনেকেরই। বিশেষ করে যাদের পড়াশোনার চাপ অনেক বেশি থাকে তারা তো ক্যাম্পাসের কোথায় কী আছে সেটিও জানতে পারে না। তাছাড়া বিশ্ববিদ্যালয় যদি হয় 'ইউনিভার্সিটি পূত্রা মালয়েশিয়া'র মতো প্রায় ১৩০০ হেক্টর বা তারও বিশাল জায়গা নিয়ে, তবে তো কথাই নেই! তাই প্রথমদিকে উচ্ছ্বাসমাখা মনে সবাই মিলে ক্যাম্পাসের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখে। ক্যান্টিন, বাস স্টপেজ, বোটানিক্যাল গার্ডেন, গলফ মাঠ, মিউজিয়াম, মেট্রো স্টেশন, লাইব্রেরি ইত্যাদি সকল জায়গাগুলো নবীনদের পদচারণায় মুখর থাকে।
আর বিদেশী শিক্ষার্থীদের কাছে এই উচ্ছ্বাসের মাত্রা আরো একধাপ এগিয়ে। তাদের কাছে এটি একে তো নতুন বিশ্ববিদ্যালয় তার উপর পুরো দেশ, সহপাঠি, শিক্ষক, খাবার-দাবার, চারপাশের পরিবেশ সবই নিত্তনতুন, ভিন্ন ও আধুনিক।
যদিও বিদেশীদের বেশিরভাগ পরিবার ছাড়া একা একাই শুরু করে তাদের ক্যাম্পাসজীবনের নতুন যাত্রা, তবু তাদের প্রতিটি মুহূর্ত কাটে নতুনত্বের সাথে নিজেকে মানিয়ে নেয়ার প্রাণবন্ত প্রচেষ্টায়। প্রতিটি প্রহর চলে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার উদ্যমতায়।
আপন দেশ, পরিবার ও পরিজনকে ছেড়ে আসার কষ্টকে ম্লান করে এই উৎসবমুখর আমেজ, উচ্ছ্বাস ও উদ্যমতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা শুরু করে এক নতুন স্বপ্নযাত্রা।
লেখক-
শিক্ষার্থী, ইউনিভার্সিটি পূত্রা মালয়েশিয়া