বিজয় উৎসবে প্রবাসী নারী উদ্যোক্তাদের সম্মাননা দিবে এনটিভি

এনটিভি বিজয় উৎসব’ শিরোনামে মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার বিজয় উৎসব আয়োজন করতে যাচ্ছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়া।
আগামী ৩০ ডিসেম্বর রোজ শনিবার, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কালচারাল কমপ্লেক্সের এ আয়োজনে দর্শকদের জন্য থাকছে দেশিয় সাংস্কৃতির নানান পরিবেশনা।
এনটিভি বিজয় দিবসের দিনব্যাপী অনুষ্ঠানে থাকছে- নাচ, গান, দেশিয় এবং আন্তর্জাতিক ফ্যাশন শো, নাটক, কৌতুক, শিশু কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে একই স্থানে আয়োজন করা হয়েছে মেলা।
দিনব্যাপী এনটিভি বিজয় উৎসবে সম্মাননা দেওয়া হবে ১৫ জন প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাকে। এই ১৫ জন নারী উদ্যোক্তা মালয়েশিয়ায় প্রবাস জীবনযাপন করেন। তাঁরা সবাই মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কাছে নারী উদ্যোক্তা হিসেবে সুপরিচিত। তাদের কেউ অনলাইনে খাবার বিক্রি করেন, কেউ বাংলাদেশি পোশাক বিক্রি করেন, কেউ বাংলাদেশি কুটির শিল্প-পণ্য মালয়েশিয়ায় বাজারজাত করার চেষ্টায় আছেন।
কেউ কেউ মালয়েশিয়ায় বাংলাদেশিদের নানা অনুষ্ঠানে হাজির হন দেশীয় পিঠাপুলি নিয়ে। বাংলাদেশি শাড়ি,পাঞ্জাবি, টি-শার্টের পসারা বসান। মালয়েশিয়ায় বাংলাদেশি খাবার ও পণ্য সামগ্রীর প্রচার-প্রসারে এই নারীদের প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্য এনটিভি তাদের সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে।প্রবাসে নারী উদ্যোক্তাদের সব সময় পাশে রয়েছে এনটিভি।