জায়েদ খানের ডিগবাজি উপভোগ করলো মালয়েশিয়ার প্রবাসীরা

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠান মঞ্চে একের পর এক ডিগবাজি দিয়ে মালয়েশিয়ায় ‘এনটিভি বিজয় উৎসবে’ফের খবরের শিরোনাম হলেন চিত্রনায়কজায়েদ খান।
শনিবার (৩০ডিসেম্বর) রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কালচারাল কমপ্লেক্সের এ অনুষ্ঠান হয়।এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের কাউন্সুলার কন্সুলার রাসেল রানা,কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফসহ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।‘এনটিভি বিজয় উৎসবে’ উপস্থাপনায় ছিলেন দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি সংবাদ পাঠিকা শারমিন নাহার লিনা।
জমকালো আয়োজনে ঢাকা থেকে গেছেন জায়েদ খান, চিত্রনায়িকা প্রিয়াংকা জামান ও শিল্পী আনিসা বিনতে আব্দুল্লাহ।এদিকে অনুষ্ঠানের মাঝে দর্শকদের দুয়োধ্বনিতে হড্ডগোল সৃষ্টি হয়।
পরে জায়েদ খানের ডিগবাজি দেখে ফের আনন্দে মেতে উঠেন আগতরা। সবাইকে অনুপ্রাণিত করতে একটি মিউজিকের তালে তালে দুই হাতে ভর দিয়ে ডিগবাজি দেন এ আলোচিত অভিনেতা জায়েদ খান। তাকে নিরাপত্তা দিতে ১৬ জন বডিগার্ড পাহারা দিতে হয়।