মালয়েশিয়ায় শিল্পপতি আকতারের ঈদ পুনর্মিলনীতে প্রবাসীদের মিলন মেলা

‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানের সঙ্গে ঈদের আনন্দে মেতে উঠেছিলেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা।
দাতো
শনিবার (১২ এপ্রিল ) কুয়ালালামপুরের অদূরে শাহালমে মালয়েশিয়া বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি দাতো আকতারের উদ্যেগে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এতে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায়। বর্ণাঢ্য এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন তারই সহধর্মিনী মালয়েশিয়ান নাগরিক দাতিন জুরিনাহ বিনতি আহমাদ।
এই সময় আতশ বাজিতে মুখরিত হয়ে উঠে ঈদ পুনর্মিলনী। স্থানীয় শিল্পীরা মালয়েশিয়া ,হিন্দি ও বাংলা গানে গান গেয়ে উপস্থিত সবাইকে মাতিয়ে রাখেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণ এবং তাদের বিভিন্ন পরিবেশনা। অনুষ্ঠানে ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন। আড্ডায় দিনভর মেতে ছিলেন প্রবাসী বাংলাদেশিরা।
দাতো আকতার প্রবাসী বাংলাদেশিদের আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে প্রতি বছর যেন এই ধরণের আয়োজন করতে পারেন তাই সকলের কাছে দোয়া চেয়েছেন।
সবশেষে মালয়েশিয়ান নাগরিকরা সালামত হারি রায়া ও বাংলাদেশিরা ঈদ মোবারাক স্লোগানে অনুষ্ঠান স্থল হয়ে উঠে আন্দোলিত ও উচ্ছাসিত।