শুভ জম্মদিনে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সানা

মালয়েশিয়া এনটিভি দর্শক ফোরামের সদস্য, বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ ,ফ্যাশন ডিজাইনার ও বোটানিক্যাল স্কিন ফরমুলেটর কনসালট্যান্ট সানা বিনতে রহমান এর আজ ১৯ জুলাই শুভ জম্মদিন।
তার জম্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মালয়েশিয়ার নারী উদ্যোক্তারা ও এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়া।
উল্লেখ্য,সানা বিনতে রহমান মালয়েশিয়া প্রবাসীদের মাঝে ইতিমধ্যে ফ্যাশন জগতের সুখ্যাতি অর্জন করেছেন।দীর্ঘ দিন যাবৎ মালয়েশিয়াতে ব্যাবসায়ী স্বামী এসএম মোয়াজ্জেম হোসেন নিপুর সঙ্গে বসবাস করে আসছেন।দাম্পত্য জীবনে এক ছেলে দুই মেয়ে নিয়ে মালয়েশিয়াতে সুখী জীবন যাপন করে আসছেন।
ফ্যাশন এর প্রতি ছোটকাল থেকে আগ্রহ ছিল বিধায় মালয়েশিয়াতেই ফ্যাশন ডিজাইন ও মডেলিং উপর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেন। সেই সাথে স্কিন কেয়ারের উপর ও পড়াশোনা শেষ করেন।সম্প্রতি তিনি অনলাইন ভিত্তিক অর্গানিক কসমেটিক স্কিনকেয়ার ফরমুলেটর সার্টিফিকেট অর্জন করেন। বর্তমানে তিনি একজন সার্টিফায়েড বোটানিক্যাল স্কিন কনসালট্যান্ট।

মালয়েশিয়া প্রবাসীরা কারো কোনো স্কিন সমস্যা হলেই সহজে সমাধান দিয়ে থাকেন। এই জন্য তিনি সানা বিউটি নামে একটি ফেইসবুক পেজ করেছেন।তিনি সানা বিউটির পরিচালক।ফ্যাশন ডিজাইনিং সৃজনশীল শিল্পের জন্য ইতিমধ্যে তিনি মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে প্রশংসিত হয়েছেন।
তার জম্মদিনে এনটিভিকে ধন্যবাদ জানিয়ে সানা বলেন ,এনটিভি আমার প্রিয় চ্যানেল।প্রবাসে শত ব্যাস্ততার মাঝেও এনটিভির প্রোগ্রাম দেখি। আমার জম্মদিন স্মরণ করিয়ে দেওয়ার জন্য এনটিভি দর্শক ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া মালয়েশিয়া প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সানা বলেন, আমি মালয়েশিয়া প্রবাসীদের প্রতি অফুরন্ত ভালোবাসা পেয়েছি। তাদের সহযোগিতা আজ সানা বিউটি সারা মালয়েশিয়া ব্যাপক পরিচিতি অর্জন করেছে। তাদের উৎসাহ উদ্দীপনা আমাকে অনেক উৎসাহ যুগিয়েছে। প্রবাসীদের অনুপ্রেরণা আমার সামনে যেতে আরো সহজ হবে।
নিজের জম্মদিনে দেশ এবং প্রবাসের সকলের দোয়া চেয়েছেন ,সেই সাথে এই করোনার সংকট মুহূর্তে সবাইকে সাবধানে চলার আহ্বান জানান সানা।