মালয়েশিয়ায় এনটিভি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাফল্যের সঙ্গে ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। প্রতিষ্ঠাবার্ষিকীতে মালয়েশিয়া প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হয়েছে এনটিভি।

বেসরকারী স্যাটালাইট টিভি চ্যানেল এনটিভির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ জুলাই রবিবার সন্ধ্যা কুয়ালালামপুরের পাঁচ তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দদের পদচারণায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মিলন মেলায় পরিণত হয়। পবিত্র কোরআন তেলোয়াত ও দুই দেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান এর সার্বিক তত্বাবধায়নে চিত্র পরিচালক জাফর ফিরোজ ও মালয়েশিয়া ইউনিটেনের শিক্ষার্থী সাদিয়া রহমান বিপার প্রাণবন্ত উপস্থাপনায় এনটিভির শুভ কামনা করে বক্তব্য রাখেন এনটিভি দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা মোঃ মোশাররফ ,মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক, মাহবুব আলম শাহ, এনটিভির উপদেষ্টা মঞ্জু খাঁ, বাংলাদেশী স্টুডেন্ট অর্গানাইজেশনের সভাপতি মোঃ আলামিন সরকার ,নারী উদ্যোক্তা পাপিয়া আক্তার ,ড. লুবনা আলম,সাকেরা হায়াত খান প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সহসভাপতি ও এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান।
শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন এনটিভি একটি জনপ্রিয় বাঙালি স্যাটেলাইট টেলিভিশন। যার সুস্থ বিনোদন আর নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে। এর ধারাবাহিকতার আগামীতে এনটিভি সহায়ক ভূমিকা পালন করবে।আমরা আশা করি এনটিভির এই অগ্রযাত্রা ভবিষ্যতে সমৃদ্ধ হবে।

তারা আরোও বলেন দায়িত্বশীল সাংবাদিকতা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করতে পারে এনটিভি। শুধু বিনোদনই নয়, এনটিভি মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় অবিচল থেকে দর্শক-শ্রোতা নন্দিত চ্যানেলে পরিণত হয়েছে। বাংলাদেশের এই জনপ্রিয় চ্যানেলটি আরো এগিয়ে যাবে সামনের দিকে এই আশাবাদ ব্যক্ত করেন তারা ।এনটিভি শুরু থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে দেশে-বিদেশে অগণিত মানুষের জনপ্রিয়তা অর্জন করেছে। ২০তম বর্ষপূর্তিতে এনটিভি’র সকল সাংবাদিক, কলাকুশলীর সমন্বয়ে দৃঢ় প্রত্যয়ে তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা মনে করে।অনুষ্ঠান শেষে সময়ের সাথে আগামীর পথে এনটিভির এই স্লোগান কে আরো সম্প্রসারিত করতে কতৃপক্ষ কে অনুরোধ জানান বক্তারা।
এই সময় মালয়েশিয়া অবস্থানরত সাংবাদিক ,প্রকৌশলী ,অধ্যাপক,নারী উদ্যোক্তা ও শুভাকাঙীদের নিয়ে কেক কাটা হয়।সেই সাথে মালয়েশিয়ায় সুনাম ও সফলতার সঙ্গে এগিয়ে যাওয়ায় ৬ প্রতিষ্ঠানের পরিচালককে এনটিভি দর্শক ফোরামের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ক্রেস্ট প্রাপ্তরা হলেন মালয়েশিয়া এমবি মাজু কনস্ট্রাকশন এসডিএন বিএইচডি এর পরিচালক আলামিন ডাঃ আবুল কালাম, রেস্টুরেন্ট ব্যাচেলর পয়েন্টের তিন পরিচালক জিয়াউল হক,কামরুল হাসান হারুন, মোঃ আসিফ চৌধুরী, এসএল মিতালী এসডিএন বিএইচডি এর পরিচালক মোঃ রিপন মিয়া,উপাল ট্রাভেল এন্ড ট্যুরস এর পরিচালক মোঃ আনোয়ার হোসেন ,রাইজিং এসডিএন বিএইচডি এর পরিচালক মঞ্জু খাঁ ,সুপার সাকুরা এসডিএন বিএইচডি এর মোঃ আনোয়ার হোসেন।
সবশেষে এনটিভি দর্শক ফোরামের প্রবাসী শিল্পীদের মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।