মালয়েশিয়ায় 'এনটিভি ঈদ ফেস্টিভ্যালের প্রেস কনফারেন্স'

প্রবাসে দেশীয় সংস্কৃতিকে ছড়িয়ে দিতে এবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ' এনটিভি ঈদ ফেস্টিভ্যাল-২০২৩'।
আগামী ৬ আগষ্ট রবিবার রাজধানী কুয়ালালামপুরের পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ মেলা অনুষ্ঠিত হবে। দিনব্যাপি এ মেলায় নানা ধরনের স্টলের পাশাপাশি থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় বিশেষ আকর্ষন হিসাবে থাকছেন, দু'পার বাংলার জনপ্রিয় শিল্পি আকাশ সেন, চিত্রনায়িকা প্রিয়াঙ্ক জামান ও সময়ের আলোচিত উপস্থাপিকা ইশরাত পায়েল।
বৃহ:স্পতিবার (৪ অগাস্ট) রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে মেলা'র আনুষ্ঠানিক ঘোষণা দেন, এনটিভি'র স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার আহ্বায়ক ও ইউকেএম এর সিনিয়র লেকচারার ডক্টর লুবনা আলম ও সমন্বয়ক এম ফরহাদ হোসেন।
সংবাদ সম্মেলনে ড লুবনা বলেন, মালয়েশিয়াতে এই প্রথম বারের মতো এতটা ব্যাপক আয়োজনে ঈদকে কেন্দ্র করে ঈদ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে থাকবে বিশেষ বৈচিত্রময় আকর্ষণ , যেমন দিনব্যাপী মেলা, রাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্মৃতিক সন্ধ্যা। তিনি মালয়েশিয়া প্রবাসীদের অংশগ্রণের আহবান জানিয়ে বলেন, আপনাদের সহযোগিতাতেই আমাদের সাফল্য।
এসময় শিল্পি আকাশ সেন ও চিত্রনায়িকা প্রিয়াঙ্কা জামানও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।