‘এনটিভি বিজয় উৎসব’-এ নাচবেন জাতীয় শিশু-প্রতিযোগিতায় পুরষ্কারপ্রাপ্ত আসুজা

‘এনটিভি বিজয় উৎসব’ শিরোনামে মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার বিজয় উৎসব আয়োজন করতে যাচ্ছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়া।
আগামী ২৪ ডিসেম্বর রবিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কালচারাল কমপ্লেক্সের এ আয়োজনে দর্শকদের জন্য থাকছে দেশিয় সাংস্কৃতির নানান পরিবেশনা।
‘এনটিভি বিজয় উৎসব’ এ নাচবেন জাতীয় শিশু-প্রতিযোগিতায় পুরষ্কারপ্রাপ্ত শিল্পী আসুজা তানিন। আগামী ২০শে ডিসেম্বর ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দিবেন তিনি। আসুজা তানিন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি নৃত্যের পাশাপাশি আবৃত্তি এবং অভিনয়েও পারদর্শী।
‘এনটিভি বিজয় উৎসব’ এ নাচ, গান, দেশিও আন্তর্জাতিক ফ্যাশন শো, আবৃত্তি, নাটক এবং কৌতুক ইত্যাদির আয়োজন থাকবে। মেলায় স্টলে প্রদর্শনীর জন্য থাকবে দেশীয় খাবার, পোশাক, ট্রাভেলস–ট্যুরিজম, রেমিট্যান্স–ব্যাংক, এডুকেশন কনসালটেন্সি ইত্যাদি। এ ছাড়া থাকবে র্যাফেল ড্র, এবং শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে আয়োজন হচ্ছে এই ‘এনটিভি বিজয় উৎসব’। এই মেলায় প্রায় ৩০ জন মালয়েশিয়া নারী উদ্যোক্তারা তাদের তৈরি পণ্য নিয়ে মেলায় হাজির হবেন।